ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

বিশ্ববাজারে স্বর্ণের দাম ফের উর্ধ্বমুখী

২০২৫ নভেম্বর ০৭ ২০:৫৫:২৪

বিশ্ববাজারে স্বর্ণের দাম ফের উর্ধ্বমুখী

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার কমাতে পারে—এমন প্রত্যাশা এবং দেশটিতে দীর্ঘস্থায়ী সরকারি অচলাবস্থা (শাটডাউন) থেকে অর্থনৈতিক মন্দার আশঙ্কায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন। ফলে মূল্যবান এই ধাতুর দাম আবারও ৪ হাজার ডলারের কাছাকাছি পৌঁছেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১১টা ৪৮ মিনিটে (জিএমটি) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ০ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৩ হাজার ৯৯৯ দশমিক ৮৯ ডলার। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ০ দশমিক ৪ শতাংশ কমে ৪ হাজার ৮ দশমিক ২০ ডলারে লেনদেন হয়।

এরআগে গত ২০ অক্টোবর স্বণের দাম সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ দশমিক ২১ ডলারে পৌঁছায়, এতে চলতি বছর মূলবান এই ধাতুর মূল্য ৫৩ শতাংশের বেশি বৃদ্ধি পায়। তবে মার্কিন ডলারের শক্তিশালী হওয়া ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের পর যুক্তরাষ্ট্র–চীন বাণিজ্য উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় কিছুটা কমতে থাকে স্বর্ণের দাম।

বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন কংগ্রেসের অচলাবস্থার ফলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ৩৬ দিন ধরে সরকারি অচলাবস্থা বা শাটডাউন চলছে, যার ফলে বিনিয়োগকারী নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দিকে ঝুকতে বাধ্য হয়েছে।

এদিকে, শুধু স্বর্ণ নয়—অন্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। শুক্রবার স্পট সিলভার বা রুপার দাম বেড়ে প্রতি আউন্সে ৪৮ দশমিক ৫৮ ডলার, প্ল্যাটিনাম ০ দশমিক ৪ শতাংশ বেড়ে ১ হাজার ৫৪৭ দশমিক ৪৫ ডলার, আর প্যালাডিয়াম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৩৮৪ দশমিক ১৮ ডলারে বিক্রি হচ্ছে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত