ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

যুগান্তকারী উন্নয়নের জন্য সকলে মিলেমিশে কাজ করতে হবে: নজরুল ইসলাম খান

২০২৫ নভেম্বর ০৫ ১৮:৩২:৩৯

যুগান্তকারী উন্নয়নের জন্য সকলে মিলেমিশে কাজ করতে হবে: নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের বিজয়ী করার জন্য একত্রে কাজ করতে। তিনি বলেন, আমরা বিশ্বাস করি শহীদ জিয়া এবং বিএনপি দেশের জন্য নতুন কিছু দিতে পারে। দীর্ঘমেয়াদি, যুগান্তকারী উন্নয়নের জন্য আমাদের সকলে মিলেমিশে কাজ করতে হবে।

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে ‘শহীদ জিয়া: শ্রমিক জাগরণ, উৎপাদন ও উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল।

নজরুল ইসলাম খান বলেন, ৩১ দফা কর্মসূচিতে সব শ্রেণি ও পেশার মানুষের কথা বলা হয়েছে। বিশেষ করে শ্রমিকদের কথা গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের সব মানুষের উন্নয়ন নিশ্চিত করতে কাজ করেছিলেন। আজ অসম উন্নয়ন দেখা যাচ্ছে; কিছু মানুষ সমৃদ্ধ হচ্ছেন, আবার অনেকে দিন দিন দরিদ্র হচ্ছেন—এটাই শহীদ জিয়ার চাওয়া বাংলাদেশ নয়।

সভায় বিশেষ অতিথি এ জেড এম জাহিদ হোসেন বলেন, শ্রমিকদের মর্যাদা নিশ্চিত করা ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, “মিকের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও মৌলিক চাহিদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একজন শ্রমিকের পেট খালি থাকলে বা সে যথাযথ সুবিধা না পেলে সে উৎপাদনশীলভাবে কাজ করতে পারবে না।

জাহিদ হোসেন আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ। যাঁরা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করছেন, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন। জনগণ আর প্রহসনের নির্বাচন মেনে নেবে না।

তিনি ৭ নভেম্বরের চেতনাকে ঐক্যের চেতনা হিসেবে উল্লেখ করে বলেন, আজও দেশের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সেই ঐক্য প্রতিষ্ঠা সম্ভব।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম। এছাড়া বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, শ্রমিক–বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, ফিরোজ উজ জামান মোল্লা প্রমুখ।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত