ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

মনোনয়ন প্রসঙ্গে যে ব্যাখ্যা দিলেন রুমিন ফারহানা

২০২৫ নভেম্বর ০৪ ১১:২৫:৪০

মনোনয়ন প্রসঙ্গে যে ব্যাখ্যা দিলেন রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। তবে আন্দোলন ও সংগ্রামে পাশে থাকা সমমনা দলগুলোর জন্য বাকি আসনগুলোর বেশির ভাগ ফাঁকা রাখা হয়েছে। পাশাপাশি একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকায় অনেক আসনে প্রার্থী ঘোষণা করা যায়নি। অনেকে মনোনয়ন না পাওয়ায় নেতাকর্মীরা রাতেই টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে।

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা একটি টেলিভিশনের টক শোতে বলেন, মনোনয়ন প্রত্যাশা পূরণ না হওয়ায় নেতাকর্মীরা আবেগে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। তাদের এই আবেগকে সম্মান করতে হবে। এই নেতাকর্মীদের জন্যই একেকজন মনোনয়নপ্রত্যাশী এক নম্বর, দুই নম্বর, তিন নম্বরে চলে আসেন।

তিনি আরও বলেন, এত নেতাকর্মীর ভালোবাসা, ত্যাগ, শ্রম ও ঘামেই আমরা এত দূর এসেছি যে আমরা মনোনয়ন প্রত্যাশা করতে পারি। তাই তাদের মন খারাপ হওয়াও স্বাভাবিক এবং তা সম্মান করতে হবে।

রুমিন ফারহানা উল্লেখ করেন, মনোনয়ন দেওয়ার আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার আমাদের সঙ্গে বসেছেন। তিনি বলেছেন, সকলকে মনোনয়ন দেওয়া সম্ভব নয়। ৩০০ আসনের মধ্যে ৩০০ জনকে দেওয়া সম্ভব, তার বেশি নয়। তবে দলে অন্যভাবে প্রোভাইড করা হবে।

তিনি জানান, এত বড় দল হওয়ায় প্রতিটি আসনে ১০ জন পর্যন্ত মনোনয়নপ্রত্যাশী থাকে। তাই একজন বাছাই করা খুবই কঠিন। নির্বাচন যখন ঘনিয়ে আসে, অনেকে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। আমরা তা ঠেকাতে পারব কি না, তা বলতে এখনও আগে দ্রুত বলা কঠিন। ৬৩টি আসন এখনও ঘোষণা হয়নি, তাই স্বতন্ত্র প্রার্থীর সম্ভাবনা এখন ঠিক বলা যাচ্ছে না।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত