ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

আইন উপদেষ্টাকে হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০২৫ নভেম্বর ০২ ২১:১৮:৫৯

আইন উপদেষ্টাকে হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিয়েছেন যে, রাষ্ট্রকে যেন 'গোপন প্রেমের কারখানা' বানানো না হয়।

রোববার (২ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে 'গোপন প্রেম' চলছে। তিনি বলেন, "সালাউদ্দিন আহমেদ (বিএনপির স্থায়ী কমিটির সদস্য) আমাদের উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে একটা চিঠি দিয়েছেন। সেখানে ওনাদের গোপন প্রেমের কথা বলেছেন।" এই চিঠির পরেই আইন উপদেষ্টার পক্ষ থেকে দলগুলোকে স্ব স্ব প্রতীকে ভোট করার অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে বলেও তিনি জানান।

এনসিপির মুখ্য সমন্বয়ক মনে করেন, আইন মন্ত্রণালয় থেকে এই ধরনের কাজগুলো হওয়া 'বাংলাদেশে একটা নজিরবিহীন ঘটনা'। তিনি প্রধান উপদেষ্টাকে এই বিষয়ে অবহিত করার কথা বলেছেন। নাসীরুদ্দীন বলেন, যদি উপদেষ্টামণ্ডলীতে যারা রয়েছেন তারা বিভিন্ন দলের সঙ্গে এ ধরনের 'গোপন প্রেম' করে থাকেন, তাহলে বাংলাদেশের গণতন্ত্রের যাত্রা ব্যাহত হবে।

তিনি সরাসরি আইন উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, "আপনারা বিএনপির সঙ্গে দেখা করেছেন, সালাউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেছেন। আপনাদের কথা সোশ্যাল মিডিয়ায় আসছে।" নাসীরুদ্দীন ইঙ্গিত দেন যে, এই ধরনের 'গোপন সম্পর্ক' দেশের রাজনৈতিক প্রক্রিয়ার স্বচ্ছতাকে ক্ষতিগ্রস্ত করছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত