ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

ফের সক্রিয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সকল কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার

২০২৫ নভেম্বর ০২ ২০:০০:০৩

ফের সক্রিয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সকল কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারাদেশে তাদের সকল কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে, ফলে এখন থেকে সকল কমিটি পুনরায় সক্রিয় হলো।

রবিবার (২ নভেম্বর) রাতে সংগঠনের সভাপতি রিফাত রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই মাসের ছাত্র-জনতার অভ্যুত্থান যে আকাঙ্ক্ষা ও উদ্দেশ্য নিয়ে সংঘটিত হয়েছিল, তার পূর্ণ বাস্তবায়ন এখনও হয়নি। বিশেষ করে, জুলাইয়ের শহীদ পরিবার ও আহতদের চিকিৎসা, পুনর্বাসন এবং নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে শহীদ পরিবার ও আহতদের ওপর হামলার ঘটনা ঘটেছে, যা উদ্বেগজনক। এছাড়া, জুলাই হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া সম্পর্কেও কোনো সুস্পষ্ট রোডম্যাপ এখনও প্রত্যক্ষ করা যায়নি, যা বর্তমান সরকারের চরম ব্যর্থতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

এই প্রেক্ষাপটে, জুলাই অভ্যুত্থানের বৈপ্লবিক রূপান্তর নিশ্চিত করতে এবং 'ঐতিহাসিক এক দফা' অর্থাৎ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দেশের সকল স্তরের (বিশ্ববিদ্যালয়, কলেজ, মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড) ইউনিট কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো। একই সঙ্গে, সংশ্লিষ্ট সকল ইউনিটকে সাংগঠনিক কার্যক্রম পুনরায় সচল করার নির্দেশ দেওয়া হয়েছে। দেশের সকল বিশ্ববিদ্যালয়, মহানগর ও জেলা ইউনিটকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কমিটি পুনর্গঠন সম্পন্ন করার নির্দেশও দেওয়া হয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত