ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫: ২৪টি কেন্দ্রীয় নির্দেশনা প্রকাশ
নিজস্ব প্রতিবেদক :ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জানিয়েছে, সব কিছু ঠিক থাকলে আগামী ২৮ ডিসেম্বর জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সুষ্ঠু ও ঝকঝকে আয়োজন নিশ্চিত করতে বোর্ড কেন্দ্র সচিবদের জন্য ২৪টি বিশেষ নির্দেশনা জারি করেছে। বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনাগুলোর মধ্যে বলা হয়েছে, ৮ম শ্রেণির পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা হবে, যেখানে বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে পূর্ণনম্বর ১০০ এবং সময় ৩ ঘণ্টা, বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০+৫০ নম্বর এবং সময় ১.৩০ মিনিট + ১.৩০ মিনিট। পরীক্ষা সকাল ১০টায় শুরু হবে। কেন্দ্র সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে, প্রশ্নপত্রের প্যাকেট এবং Security খামের যাচাই ৭ দিন পূর্বে ট্রেজারি বা থানা লকার থেকে সম্পন্ন করতে হবে এবং সকল সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে তা নিশ্চিত করতে হবে।প্রয়োজন অনুযায়ী কোনো কেন্দ্রে আসন সংখ্যা বেশি হলে পার্শ্ববর্তী বিদ্যালয়কে সাব-সেন্টার হিসেবে ব্যবহার করা যাবে। প্রশ্নপত্র খোলার আগে এসএমএসের মাধ্যমে সেট ভেরিফাই করা এবং Security খাম অক্ষত রাখা বাধ্যতামূলক। মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস কেন্দ্রের ভিতরে কেন্দ্র সচিব ছাড়া প্রবেশ করতে পারবে না।
প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য ১ জন কক্ষপরিদর্শক দায়িত্ব পালন করবেন এবং প্রতিটি কক্ষে কমপক্ষে ২ জন দায়িত্ব পালন নিশ্চিত করতে হবে। পরীক্ষার্থীদের আসন ব্যবস্থাপনা ৩ ফুট দূরত্ব বজায় রেখে করা হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে প্রবেশ নিশ্চিত করতে হবে এবং পরে আসা পরীক্ষার্থী বিশেষ অনুমতিতে কেন্দ্রে প্রবেশ করবে। এছাড়া কেন্দ্রের বাইরের বিশৃঙ্খলা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।কেন্দ্র সচিবদের নির্দেশনা দেওয়া হয়েছে, প্রবেশপত্র ডাউনলোড করে দ্রুত বিদ্যালয়ের প্রধানের নিকট হস্তান্তর করা, পরীক্ষার্থীদের হাজিরা শিট যথাযথভাবে পূরণ করা, এবং ট্রেজারি থেকে প্রশ্নপত্র গ্রহণ করে Security খামে প্যাকেট যথাযথভাবে পৌঁছে দেওয়া। পলিসি প্রহরায় প্রশ্নপত্র ও উত্তরপত্র পরিবহন নিশ্চিত করতে হবে।
উত্তরপত্রের প্যাকেট বিষয়ভিত্তিক পৃথক হবে এবং ইংরেজি ভার্সনের পরীক্ষার্থীদের জন্য আলাদা প্যাকেট ব্যবহার করতে হবে। পরীক্ষা চলাকালীন সংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্লাস বন্ধ রাখতে হবে এবং অনলাইনে তথ্য প্রদানে সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়া, ক্যালকুলেটর ব্যবহার কেবল বোর্ড অনুমোদিত ক্যালকুলেটরেই সীমাবদ্ধ থাকবে। এই নির্দেশনাগুলো মেনে চলার মাধ্যমে জুনিয়র বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- নবম পে-স্কেল ২০২৫: ২০টি গ্রেডের পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- রাতেই হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল, যেভাবে দেখবেন
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- দর সংশোধনের মাঝেও ফুরফুরে বিনিয়োগকারীরা