ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

বহুরূপীদের খপ্পরে দেশ বিপর্যস্ত: আলাল

২০২৫ নভেম্বর ০১ ১৪:২৬:৫৩

বহুরূপীদের খপ্পরে দেশ বিপর্যস্ত: আলাল

নিজস্ব প্রতিবেদক: দেশ বর্তমানে বহুরূপীদের প্রভাবের কারণে চরম বিপর্যস্ত অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। তাঁর মতে, রাজনৈতিক প্রতিহিংসা ও স্বার্থের সংঘর্ষে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। তাই এখন ধৈর্য ও কৌশল অবলম্বন করে এগিয়ে যাওয়ার সময় এসেছে বিএনপির।

শনিবার (১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তিনি।

আলাল বলেন, বিএনপির এখন ধৈর্য ধরার সময়। রাজনীতি ও সমাজের সর্বত্রই বহুরূপীদের দাপট দেখা যাচ্ছে। এদের প্রভাবে দেশ এক জটিল অবস্থায় পড়েছে।

তিনি অভিযোগ করেন, অতীতেও জামায়াত তৎকালীন সরকারের কাছ থেকে সুবিধা পেয়েছিল। জামায়াতের অনেক শীর্ষ নেতা আগে জাসদের সঙ্গে যুক্ত ছিল, এমনকি তারা ‘গলাকাটা পার্টি’র সদস্যও ছিল। ৫ আগস্টের পর ছাত্রলীগের ভেতর থেকেই শিবিরের উদ্ভব হয়েছে, দাবি করেন আলাল।

বিএনপির এই নেতা আরও বলেন, জামায়াত এখন তাদের চেহারা বদলাতে শুরু করেছে। তারা হিন্দুদের নিয়ে সমাবেশ করছে, যাতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়। কারণ বিএনপি হলো অর্জুন গাছের ছালের মতো— যার প্রয়োজন কেটে নিয়ে যায়।

একাত্তরের হত্যাযজ্ঞে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে জামায়াতকে নিষিদ্ধ করার দাবি জানান আলাল। তিনি বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জনগণ আর প্রতারণা সহ্য করতে চায় না।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিরোধী দলের ভূমিকা এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেন।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত