ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

কমিশন এনসিপির সঙ্গে প্রতারণা করেছে: সামান্তা শারমিন

২০২৫ অক্টোবর ৩০ ১৮:১৮:৫৯

কমিশন এনসিপির সঙ্গে প্রতারণা করেছে: সামান্তা শারমিন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ‘শাপলা কলি’ প্রতীকের বরাদ্দকে প্রতারণামূলক সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন। তিনি অভিযোগ করেন, কমিশন এনসিপির সঙ্গে প্রতারণা করেছে এবং এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে সামান্তা শারমিন বলেন, “আমরা শাপলা চেয়েছি, কিন্তু দিয়েছে কলি। এমন পরিস্থিতিতে আমাদের উপর মানসিক চাপ তৈরি হচ্ছে। কলি দেওয়া হয়েছে, তাই শাপলাও দেওয়া সম্ভব।” তিনি কমিশনের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।

এদিন সংবাদ সম্মেলনে এনসিপির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। তারা কমিশনের এই বরাদ্দের প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং পুনঃবিবেচনার দাবি জানিয়েছেন।

নির্বাচন কমিশনের (ইসি) গেজেটে বুধবার (৩০ অক্টোবর) প্রকাশিত তালিকায় ‘শাপলা কলি’ প্রতীকসহ মোট ১১৯টি নির্বাচনী প্রতীক অন্তর্ভুক্ত রয়েছে। গেজেটে বলা হয়েছে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে স্থগিতকৃত প্রতীক ব্যতীত অন্যান্য প্রতীকের মধ্যে যেকোনো একটি বরাদ্দ দেওয়া যাবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত