ঢাকা, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

তিন নির্বাচনে সম্পৃক্তরা মাঠ প্রশাসনে থাকবেন না: প্রেস সচিব

২০২৫ অক্টোবর ২৯ ১৮:১৪:৩০

তিন নির্বাচনে সম্পৃক্তরা মাঠ প্রশাসনে থাকবেন না: প্রেস সচিব

নির্বাচনকে সামনে রেখে আগামী ১ নভেম্বর থেকে মাঠ প্রশাসন গোছানোর কাজ শুরু হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, মাঠ প্রশাসনে এমন কোনো পদায়ন করা হবে না, যেখানে গত তিন নির্বাচনে সম্পৃক্ত কর্মকর্তারা থাকবেন।

তিনি বলেন, মাঠ প্রশাসনে রিটার্নিং অফিসার, পোলিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার পদে থাকুন না কেন, গত তিন নির্বাচনে তাদের ন্যূনতম অংশগ্রহণ থাকলে পদায়ন করা হবে না।

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে এসব তথ্য দেন শফিকুল আলম। ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছিল প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকের বিস্তারিত জানাতে।

শফিকুল আলম বলেন, বৈঠকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে। মাঠ প্রশাসনের পদায়নের ক্ষেত্রে পদক্ষেপ ইতোমধ্যে নেওয়া হয়েছে। পদায়নের ক্ষেত্রে মূল ক্রাইটেরিয়া হিসেবে দেখা হচ্ছে: আগের পোস্টিং, রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, কর্মদক্ষতা এবং কর্মকর্তার বিরুদ্ধে কোনো অভিযোগ বা নিউজ আছে কি না। সবচেয়ে ফিট ব্যক্তিকে ঝুঁকিপূর্ণ অঞ্চলে পাঠানো হবে এবং পদায়ন র‍্যান্ডোমভাবে করা হবে।

প্রধান উপদেষ্টার বক্তব্যের বরাত দিয়ে শফিকুল আলম বলেন, আমাদের সেরাটা আশা করতে হবে, কিন্তু সবচেয়ে খারাপের জন্যও প্রস্তুত থাকতে হবে। যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।

তিনি আরও বলেন, নিজ জেলায় কোনো পদায়ন হবে না, বিশেষ করে আত্মীয় বা শ্বশুরবাড়ি থাকা ক্ষেত্রে। পাশাপাশি, পদায়নের সময় দেখা হবে, পদায়িত কর্মকর্তার নিকট আত্মীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে কি না।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তাদের দিক থেকেও সর্বাধিক নিরপেক্ষতার জন্য পদায়ন যাচাই করা হচ্ছে। ইতোমধ্যে ৬৪ জনের তালিকা তৈরি করা হয়েছে। প্রধান উপদেষ্টা বারবার জোর দেন, সর্বাধিক নিরপেক্ষতা নিশ্চিত করা হবে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত