ঢাকা, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

যুদ্ধবিরতি লঙ্ঘন: গাজায় ইসরায়েলি হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত      

২০২৫ অক্টোবর ২৯ ১৬:৫৩:১৫








যুদ্ধবিরতি লঙ্ঘন: গাজায় ইসরায়েলি হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত




 
 



 

আন্তর্জাতিক ডেস্ক :দখলদার ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে, যার ফলে মাত্র ১২ ঘণ্টার মধ্যে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ৩৫ জন শিশু রয়েছে। হামলা কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে গাজার কেন্দ্রীয় অঞ্চল, উত্তরাঞ্চল ও রাফার দক্ষিণ অংশ। বাড়িঘর, শরণার্থী শিবির, হাসপাতাল ও বেসামরিক স্থানে হামলা চালানো হয়েছে, যার ফলে অনেক মানুষ গুরুতর আহত হয়েছেন বা ধ্বংসস্তুপের নিচে আটকে পড়েছেন।

স্থানীয় চিকিৎসক ও মেডিকেল কর্মীরা সতর্ক করে জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া, ধ্বংসস্তুপ থেকে মানুষ উদ্ধার এবং মানবিক সহায়তা পৌঁছানোর তাগিদ দেওয়া হয়েছে। গাজার সিভিল ডিফেন্স ইসরায়েলকে দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি তারা ত্রাণ সরবরাহের জন্য মানবিক করিডোর চালু করার, মেডিকেল দল পাঠানোর এবং গাজা পুনর্গঠনের কাজ শুরু করার আহ্বান জানিয়েছে।

এই ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার ও শান্তি সংস্থাগুলোও উদ্বেগ প্রকাশ করেছে। তারা ইসরায়েলের বিরুদ্ধে গাজার বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধ করার দাবি জানিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত