ঢাকা, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

‘অনেকে জ্ঞান অর্জন করলেও উপলব্ধি করতে পারে না’

২০২৫ অক্টোবর ২৮ ২১:৫৫:৫৬

‘অনেকে জ্ঞান অর্জন করলেও উপলব্ধি করতে পারে না’

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেছেন, পৃথিবীতে অনেকে জ্ঞান অর্জন করে, কিন্তু সেটি গভীর উপলব্ধিই আসল। তিনি বলেন, “অনেকে জ্ঞান অর্জন করে, কিন্তু তা বুঝে না বা কাজে লাগায় না। বেশি বেশি পড়ুন, চিন্তা করুন, উপলব্ধি করুন। জ্ঞানকে দুনিয়াবি ও পরকালীন নয়, বরং উপকারী ও অপকারী হিসেবে ভাগ করা উচিত।”

মঙ্গলবার (২৮ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে আয়োজিত কবি মতিউর রহমান মল্লিক মেরিট অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, “অর্জনের পর কিছু মানুষ অহংকারে পড়ে যায়। যেমন শয়তান অহংকার করেছিল, সামুদ জাতি বিশাল অট্টালিকা নির্মাণ করেছিল, ফেরাউন ও নমরুদ সম্পদের মালিক হয়ে গর্বে অন্ধ হয়েছিল। অহংকার ও জুলুম মানুষকে পতনের দিকে ঠেলে দেয়। তাই আমি বলব, তোমরা যেন কখনো অহংকারে ভুগো না; বরং আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকো। আল্লাহ কৃতজ্ঞদের আরও দান করেন।”

তিনি আরও বলেন, “আজকের বিশ্বে পশ্চিমারা মানবতার কথা বলে, অথচ তারাই ভোগবাদে ডুবে আছে। তারাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটিয়েছে, হিরোশিমা-নাগাসাকিতে বোমা ফেলেছে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাও সঠিকভাবে সংস্কার হয়নি। সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। যদি এই দুর্নীতি বন্ধ করা যায়, বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। দুর্নীতি করে শিক্ষিতরাই কৃষক বা রিকশাচালক নয়।”

অনুষ্ঠানের প্রধান অতিথি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “৯২ শতাংশ মুসলিমের দেশে মুসলিম হয়ে ওঠা যেন অপরাধ মনে হয় এমনই পরিস্থিতি দেখেছি আমি। অথচ আমাদের দেশে ধর্মীয় স্বাধীনতা আছে, ধর্মীয় উৎসবও বেশি হয়। আমরা প্রতিটি সংকটে মসজিদে গিয়ে আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ যেন আমাদের বিশ্ববিদ্যালয় ও দেশকে কল্যাণময় করেন।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ড. আলী আফজাল। তিনি বলেন, “বর্তমান শিক্ষা ব্যবস্থা সৎ ও নৈতিক নাগরিক তৈরি করতে ব্যর্থ হয়েছে। উদ্যোক্তা সৃষ্টিতেও ব্যর্থ। এই ব্যবস্থা ভেঙে নতুন শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে, যা মানুষকে নৈতিকতা ও নেতৃত্ব শেখাবে।”

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ৩৮টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটের প্রায় ২৫০ শিক্ষার্থীকে মেরিট অ্যাওয়ার্ড দেওয়া হয়। পুরস্কার হিসেবে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় কোরআন-সিরাত গ্রন্থ, মগ, কলমদানি, নোটপ্যাড, কলম ও উত্তরীয়। পরে উপস্থিতদের জন্য খাবারের আয়োজনও করা হয়।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত