ঢাকা, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার পরিবর্তে অনৈক্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে: সালাহউদ্দিন

২০২৫ অক্টোবর ২৮ ১৯:০৫:৫৪

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার পরিবর্তে অনৈক্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য কমিশন সাম্প্রতিক সময়ে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার পরিবর্তে জাতীয় অনৈক্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি কমিশনের জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত সুপারিশের ওপর প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তবুও কার্যক্রম সম্পন্ন করার জন্য তিনি কমিশনকে ধন্যবাদও জানিয়েছেন।

সালাহউদ্দিন বলেন, জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে। কিন্তু স্বাক্ষরিত সনদের বাইরের অনেক পরামর্শ বা সুপারিশ বর্তমান খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি সনদ বাস্তবায়নের মূল আদেশের সঙ্গে মিলছে না।

তিনি আরও জানান, জুলাই জাতীয় সনদে মোট ৮৪টি দফা রয়েছে। এসব দফার মধ্যে বিএনপি ও অন্যান্য দলের কিছু নোট অব ডিসেন্ট (অমিল) রয়েছে। এই নোট অব ডিসেন্ট স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, নির্বাচনী ইশতেহারের মাধ্যমে রাজনৈতিক দলসমূহ যদি ম্যান্ডেট প্রাপ্ত হয়, তবে তারা সেই অনুযায়ী তা বাস্তবায়ন করতে পারবে। কিন্তু কমিশনের সুপারিশে নোট অব ডিসেন্টের কোনো উল্লেখ করা হয়নি।

জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট আয়োজন ও জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠানের বিষয়ে কমিশনের সুপারিশ নিয়ে তিনি বলেন, সমস্যাগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভবিষ্যতে আলোচনা হতে পারে। তবে নতুনভাবে সংবিধান সংস্কার পরিষদের নামে একটি আইডিয়া যুক্ত হয়েছে, যা আগে কমিশনের আলোচনায় ছিল না এবং কোন ঐকমত্য হয়নি।

সালাহউদ্দিন আহমদ আরও আশঙ্কা প্রকাশ করেন, এইভাবে কমিশনের পদক্ষেপ জনগণের প্রত্যাশার বিপরীতে গিয়ে জাতীয় ঐক্যকে দুর্বল করতে পারে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত