ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

ইসি স্বেচ্ছাচারি আচরণ করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: সারজিস

২০২৫ অক্টোবর ২৭ ২১:৫০:৩৮

ইসি স্বেচ্ছাচারি আচরণ করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: সারজিস

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম জানিয়েছেন, নির্বাচন কমিশন এখন পর্যন্ত তাদের শাপলা প্রতীক না পাওয়ার কোনো আইনগত ভিত্তি দেখাতে পারেনি। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, যদি নির্বাচন কমিশন স্বেচ্ছাচারী আচরণ করে এবং এনসিপিকে শাপলা প্রতীক না দেয়, তাহলে এই কমিশন আগামীর বাংলাদেশের সুষ্ঠু সংসদ নির্বাচন উপহার দিতে পারবে না। তখন দেশের জনগণের পাশাপাশি এনসিপি'রও নির্বাচন কমিশনের প্রতি আস্থা থাকবে না এবং এই কমিশনকে পুনর্গঠন করেই আগামী নির্বাচনে যেতে হবে।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা শহরের সিটি ড্রিম কনভেনশন হলে জেলা সমন্বয় সভা শেষে এক সংবাদ সম্মেলনে সারজিস আলম এসব কথা বলেন। তিনি বলেন, এনসিপি কোনো দলের সঙ্গে নির্বাচনী জোটের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে যারা জুলাই সনদের প্রতিটি সংস্কার বাস্তবায়নে এবং জুলাই শহীদ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে, প্রয়োজনে তাদের সঙ্গেই জোট গঠন করা যেতে পারে।

এনসিপি'র এই নেতা আরও বলেন, নির্বাচনের সময়সীমা নিয়ে তাদের কোনো আপত্তি নেই এবং ফেব্রুয়ারিতেও নির্বাচন হতে পারে। কিন্তু তার আগে সরকারকে জুলাই সনদের আইনগত ভিত্তি দিতে হবে, জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা দিতে হবে এবং দৃশ্যমান বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। পাশাপাশি নির্বাচন স্বাধীন ও নিরপেক্ষ হতে হবে। তিনি মনে করেন, নির্বাচন কমিশন কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত হচ্ছে, যার কারণে তারা তাদের সত্তা, স্বাধীনতা ও সক্রিয়তা বজায় রাখতে পারছে না।

সারজিস আলম জানান, এনসিপি চায় আগামী বাংলাদেশে একটি শক্তিশালী দল হিসেবে সংসদে জনগণের প্রতিনিধিত্ব করতে। যারা আওয়ামী লীগবিরোধী অবস্থান এবং ভারতীয় আধিপত্যবাদের বিরোধী অবস্থান দৃঢ়ভাবে ধরে রাখবে, তাদের সঙ্গেই ইলেক্টোরাল অ্যালায়েন্স হতে পারে।

এদিকে, সমন্বয় সভা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলার আগে মানিকগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ওমর ফারুকের সঙ্গে সারজিস আলমের বাকবিতণ্ডা হয়। ওমর ফারুকের "জামায়াত, ছাত্রলীগের লোকজন কিভাবে এক মঞ্চে বসতে পারে" মন্তব্য প্রসঙ্গে সারজিস আলম বলেন, "কেউ জামায়াত করলে কি এনসিপি করতে পারবে না?" বাকবিতণ্ডার সময় জেলার এনসিপি'র এক নেতা সাংবাদিকদের ক্যামেরা বন্ধ করার কথাও বলেন।

এ সময় এনসিপি'র ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, এনসিপি মানিকগঞ্জ জেলা শাখার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জাহিদ তালুকদার এবং যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট এ এইচ এম মাহফুজসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

রাজনীতি এর অন্যান্য সংবাদ