ঢাকা, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

ইসলামী আন্দোলন থেকে বিএনপিতে যোগ দিলেন ২০০ নেতাকর্মী

২০২৫ অক্টোবর ২৬ ২১:৩২:১১

ইসলামী আন্দোলন থেকে বিএনপিতে যোগ দিলেন ২০০ নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক: বরগুনার আমতলীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) রাতে আমতলী পৌরসভার নুরজাহান ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই যোগদান সম্পন্ন হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমতলী উপজেলা শাখার সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা স্বেচ্ছায় বিএনপিতে যোগদান করেন। যোগদানকারীদের মধ্যে রয়েছেন আমতলী সদর ইউনিয়নের সাবেক সহসভাপতি ও ৮ নম্বর ওয়ার্ড সভাপতি মো. নাসির উদ্দিন হাওলাদার, মো. খলিল হাওলাদার, মো. আবুল কালাম হাওলাদার, মো. দেলোয়ার হোসেন (মাস্টার), মো. শানু মিয়া, আবদুস সালাম, মো. কবির হোসেন, মো. নুরুল হক মোল্লা, মো. সোনা মিয়া ফরাজি, মো. লাল মিয়া, মো. কবির হাওলাদার, মো. আলমগীর হাওলাদারসহ আরও অনেকে।

বিএনপিতে যোগদান প্রসঙ্গে নাসির উদ্দিন হাওলাদার বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকিরের নেতৃত্বে উদ্বুদ্ধ হয়েই আমরা বিএনপিতে যোগ দিয়েছি।”

অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমতলী উপজেলা সভাপতি মুফতি ওমর ফারুক জিহাদি দাবি করেছেন, নাসির উদ্দিন হাওলাদারকে দলের শৃঙ্খলাভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছিল। তিনি বলেন, “যারা বিএনপিতে যোগ দিয়েছেন, তারা আর ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত নন।”

তবে নাসির উদ্দিন হাওলাদার বলেন, “দলের কথা ও কাজের মিল না থাকায় আমরা ইসলামী আন্দোলন থেকে সরে এসে শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দিয়েছি।”

আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. জালাল ফকির জানান, নাসির উদ্দিনসহ দুই শতাধিক ব্যক্তি জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা ও সদস্য সচিব মো. হুমায়ুন হাসান শাহীনের হাতে হাত রেখে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মো. হুমায়ুন হাসান শাহীন, কেন্দ্রীয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সৈয়দ জহিরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জহিরুল ইসলাম মামুন, যুগ্ম আহ্বায়ক মো. মকবুল আহমেদ খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।

জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা বলেন, “বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী একটি দল। যারা শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ভালোবাসেন, তাদের জন্য বিএনপির দরজা সবসময় খোলা।”

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত