ঢাকা, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

'শান্তি আলোচনা ব্যর্থ হলে উন্মুক্ত যুদ্ধে যেতে পারে পাকিস্তান-আফগানিস্তান'

২০২৫ অক্টোবর ২৫ ২১:০৯:০৯

'শান্তি আলোচনা ব্যর্থ হলে উন্মুক্ত যুদ্ধে যেতে পারে পাকিস্তান-আফগানিস্তান'

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আফগানিস্তানকে হুঁশিয়ার করে বলেছেন, যদি ইস্তাম্বুলে চলমান শান্তি আলোচনা ব্যর্থ হয় এবং কোনো চুক্তিতে পৌঁছানো না যায়, তাহলে দুই দেশ ‘উন্মুক্ত যুদ্ধের’ দিকে ধাবিত হতে পারে। তিনি অবশ্য আশাবাদী যে আফগানিস্তান শান্তি চায়।

সম্প্রতি এক প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এর মাঝেই শনিবার তুরস্কের ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগানিস্তানের কর্মকর্তাদের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয়েছে। প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমন এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই আলোচনা দুই দিন ধরে চলবে বলে আশা করা হচ্ছে।

রয়টার্স জানিয়েছে, এই আলোচনা ২০২১ সালে তালেবানের কাবুল দখলের পর সবচেয়ে ভয়াবহ সীমান্ত সংঘাতের পর সহিংসতা প্রতিরোধের একটি নতুন প্রচেষ্টা। খাজা মোহাম্মদ আসিফ জানান, চুক্তি হওয়ার পর গত চার-পাঁচ দিনে নতুন করে কোনো সংঘর্ষ হয়নি এবং উভয়পক্ষই যুদ্ধবিরতি মেনে চলছে।

তিনি আফগানিস্তানকে সতর্ক করে বলেছেন, "আমাদের সামনে বিকল্প আছে; যদি কোনো চুক্তি না হয়, তাহলে তাদের সঙ্গে উন্মুক্ত যুদ্ধ হবে। তবে আমি দেখেছি, তারা শান্তি চায়।"

চলতি মাসের শুরুর দিকে পাকিস্তান ও আফগানিস্তানের সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ইসলামাবাদ অভিযোগ করে যে আফগানিস্তানের ভেতর থেকে পাকিস্তানে হামলা চালানো জঙ্গিদের দমনে তালেবান সরকার ব্যর্থ হচ্ছে। এরপর পাকিস্তান আফগানিস্তানের কাবুল ও পার্শ্ববর্তী একটি প্রদেশে বিমান হামলা চালায়। এই হামলার পর উভয়পক্ষ ভারী অস্ত্র ব্যবহার করে আন্তঃসীমান্ত সংঘাতে জড়িয়ে পড়ে, যাতে কয়েক ডজন সামরিক ও বেসামরিক মানুষের প্রাণহানি হয়। এছাড়া দুই দেশের মধ্যে চালু থাকা গুরুত্বপূর্ণ বিভিন্ন সীমান্তপথও বন্ধ হয়ে যায়।

ইসলামাবাদ অভিযোগ করেছে, কাবুল পাকিস্তানবিরোধী জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। যদিও তালেবান এই অভিযোগ অস্বীকার করে বলেছে, পাকিস্তানের সামরিক অভিযান আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত