ঢাকা, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

অমুসলিমরা কি মসজিদে প্রবেশ করতে পারেন?

২০২৫ অক্টোবর ২৫ ১৮:১৯:২২

অমুসলিমরা কি মসজিদে প্রবেশ করতে পারেন?

ডুয়া ডেস্ক: মুসলিম ও অমুসলিমদের মধ্যে পারস্পরিক সদ্ভাব ও সুসম্পর্ক বজায় থাকে। এই প্রেক্ষাপটে ভিন্ন ধর্মের অনুসারীরা মসজিদে প্রবেশ করতে পারবেন কি না, এবং মুসলমানরা গির্জা বা অন্যান্য উপাসনালয়ে যেতে পারবেন কি না, তা নিয়ে ইসলামিক দৃষ্টিতে আলোচনার প্রয়োজন দেখা দেয়।

কানাডার বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ড. শাবির আলি বলেছেন, "হ্যাঁ, অবশ্যই অমুসলিমরা মসজিদে প্রবেশ করতে পারেন। বরং আমাদের উচিত মসজিদগুলোকে সবার জন্য উন্মুক্ত রাখা, যাতে ভিন্ন ধর্ম বা ধর্মহীন মানুষও ইসলাম সম্পর্কে জানতে পারে।" তিনি আরও বলেন যে, জুমার নামাজেও আগ্রহী অমুসলিমরা উপস্থিত হতে পারেন, তবে বিভিন্ন মসজিদের নিজস্ব নীতিমালা থাকতে পারে, তাই আগেভাগে যোগাযোগ করা ভালো।

অন্যদিকে, মুসলমানরা গির্জা বা সিনাগগে যেতে পারেন কিনা এই প্রশ্নের জবাবে ড. শাবির আলি উল্লেখ করেন যে, প্রাচীন ইসলামি শিক্ষাবিদরা সাধারণত মুসলমানদের অন্য ধর্মের উপাসনালয়ে প্রবেশ করতে নিরুৎসাহিত করতেন, কারণ তাদের আশঙ্কা ছিল যে কেউ সেখানে গিয়ে বিভ্রান্ত হতে পারে বা ভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিতে পারে। তবে বর্তমান যুগে সমাজের সম্পর্ক অনেক জটিল ও আন্তঃসম্পৃক্ত হওয়ায়, মুসলমান ও অমুসলিমদের মধ্যে পারিবারিক, সামাজিক বা পেশাগত সম্পর্ক থাকে। ড. শাবির আলি বলেন, "আজকাল হয়তো বন্ধুর বিয়ে বা কোনো সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে গিয়ে মুসলমানকে গির্জা বা মন্দিরে প্রবেশ করতে হয়। এতে সমস্যা নেই, যতক্ষণ না সে অন্য কোনো দেবতার উপাসনায় অংশ নেয়।" তিনি আরও যোগ করেন যে, যারা ইসলামে দৃঢ়ভাবে বিশ্বাসী, তাদের জন্য এসব স্থানে উপস্থিত থাকা ঝুঁকিপূর্ণ নয়, যদি তারা নিজের বিশ্বাসে অটল থাকেন এবং শুধু সৌজন্য বা মানবিক সম্পর্কের কারণে যান।

ফেকাহবিদ আলেমগণও বলেন, মসজিদের আদব ও সম্মান রক্ষা করে অমুসলিমরা মসজিদে প্রবেশ করতে পারবে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের মসজিদে অবস্থান করতে দিয়েছেন মর্মে হাদিসে একাধিক ঘটনা বর্ণিত হয়েছে। এক্ষেত্রে তাদের অবশ্যই শালীন পোশাক পরিহিত হতে হবে এবং মসজিদের পবিত্রতা বিনষ্টকারী সকল কাজ থেকে বিরত থাকতে হবে। তবে স্মরণ রাখা জরুরি যে, মসজিদ হচ্ছে মুসলমানদের ইবাদতের স্থান এবং ঈমানের প্রতীক; কোনো পর্যটনস্থল বা বিনোদনকেন্দ্র নয়। মসজিদকে পর্যটনকেন্দ্র বানিয়ে ফেলা মসজিদের উদ্দেশ্য ও মর্যাদা পরিপন্থী কাজ।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত