ঢাকা, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২
নীলা চৌধুরীর প্রশ্ন
মৃত্যুর একদিন আগে বোরখা পরে সেই গাড়িতে কারা আসছিল?
বিনোদন ডেস্ক: সালমান শাহর মৃত্যুর রহস্য দীর্ঘ ২৯ বছর পর আলোচনার মুখে এসেছে। অনেক বছর ধরে আত্মহত্যা হিসেবে চিহ্নিত করা হলেও গত সোমবার আদালত তাকে হত্যার মামলার আওতায় আনার নির্দেশ দিয়েছেন। এই মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে এবং তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি হয়েছে।
মায়ের দীর্ঘ প্রতীক্ষা এবার কিছুটা স্বস্তিতে পরিণত হয়েছে। সালমান শাহর মা নীলা চৌধুরী বলেন, “আমার ছেলে আত্মহত্যা করার মতো ছেলে নয়। তার শরীরের চিহ্নও প্রমাণ দেয় এটা পরিকল্পিত খুন। সামিরার ঘনিষ্ঠরাও পরে জানিয়েছে কীভাবে খুন হয়েছে।” তিনি আরও অভিযোগ করেন, মৃত্যুর দিন ও পরবর্তী সময়ে তার ছেলের প্রতি যথাযথ আচরণ করা হয়নি এবং তার ছেলে অসুস্থ অবস্থায়ও বাড়িতে ঢুকতে দেয়া হয়নি।
এরপর তিনি কয়েকটি প্রশ্ন তুলেন, “সামিরার মা ৫ সেপ্টেম্বর কেন ঢাকা এসেছিল? ইমনের (সালমান শাহর ডাক নাম) বিল্ডিংয়ে মৃত্যুর একদিন আগে একটি গাড়ি আসে, বোরখা পরে সেই গাড়িতে কারা ছিল? আমরা পরে শুনেছি। এগুলো তদন্ত করলে সব বের হয়ে আসবে।” তিনি আরও বলেন, “আমার ছেলের সাদা কাপড়ে রক্তের দাগ ছিল। কিন্তু গলায় কোনো দাগ ছিল না। পোস্টমর্টেমের বাহানা করে আমার ছেলের পার্টস কেটে নেয়া হয়।”
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন ঢালিউডের প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহ। দীর্ঘ ২৯ বছর ধরে বিভিন্ন তদন্তে মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও এবার হত্যার মামলা রূপ নেওয়ায় ন্যায় বিচার প্রত্যাশা করছেন তার পরিবার। প্রধান আসামি হিসেবে রয়েছেন নায়কের সাবেক স্ত্রী সামিরা হক, এবং বাকি ১০ আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, সাবেক শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা
- শেয়ারবাজারের তালিকায় যুক্ত হলো আরও এক বন্ধ কোম্পানি
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস