ঢাকা, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

নীলা চৌধুরীর প্রশ্ন

মৃত্যুর একদিন আগে বোরখা পরে সেই গাড়িতে কারা আসছিল?

২০২৫ অক্টোবর ২৪ ১৭:১১:৫২

মৃত্যুর একদিন আগে বোরখা পরে সেই গাড়িতে কারা আসছিল?

বিনোদন ডেস্ক: সালমান শাহর মৃত্যুর রহস্য দীর্ঘ ২৯ বছর পর আলোচনার মুখে এসেছে। অনেক বছর ধরে আত্মহত্যা হিসেবে চিহ্নিত করা হলেও গত সোমবার আদালত তাকে হত্যার মামলার আওতায় আনার নির্দেশ দিয়েছেন। এই মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে এবং তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি হয়েছে।

মায়ের দীর্ঘ প্রতীক্ষা এবার কিছুটা স্বস্তিতে পরিণত হয়েছে। সালমান শাহর মা নীলা চৌধুরী বলেন, “আমার ছেলে আত্মহত্যা করার মতো ছেলে নয়। তার শরীরের চিহ্নও প্রমাণ দেয় এটা পরিকল্পিত খুন। সামিরার ঘনিষ্ঠরাও পরে জানিয়েছে কীভাবে খুন হয়েছে।” তিনি আরও অভিযোগ করেন, মৃত্যুর দিন ও পরবর্তী সময়ে তার ছেলের প্রতি যথাযথ আচরণ করা হয়নি এবং তার ছেলে অসুস্থ অবস্থায়ও বাড়িতে ঢুকতে দেয়া হয়নি।

এরপর তিনি কয়েকটি প্রশ্ন তুলেন, “সামিরার মা ৫ সেপ্টেম্বর কেন ঢাকা এসেছিল? ইমনের (সালমান শাহর ডাক নাম) বিল্ডিংয়ে মৃত্যুর একদিন আগে একটি গাড়ি আসে, বোরখা পরে সেই গাড়িতে কারা ছিল? আমরা পরে শুনেছি। এগুলো তদন্ত করলে সব বের হয়ে আসবে।” তিনি আরও বলেন, “আমার ছেলের সাদা কাপড়ে রক্তের দাগ ছিল। কিন্তু গলায় কোনো দাগ ছিল না। পোস্টমর্টেমের বাহানা করে আমার ছেলের পার্টস কেটে নেয়া হয়।”

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন ঢালিউডের প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহ। দীর্ঘ ২৯ বছর ধরে বিভিন্ন তদন্তে মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও এবার হত্যার মামলা রূপ নেওয়ায় ন্যায় বিচার প্রত্যাশা করছেন তার পরিবার। প্রধান আসামি হিসেবে রয়েছেন নায়কের সাবেক স্ত্রী সামিরা হক, এবং বাকি ১০ আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, সাবেক শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত