ঢাকা, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

 বিএনপি প্রার্থী বাছাই: ছয় ধাপের কঠোর যাচাই-বাছাই শুরু

২০২৫ অক্টোবর ২৪ ১৫:৪৭:২০

 বিএনপি প্রার্থী বাছাই: ছয় ধাপের কঠোর যাচাই-বাছাই শুরু

নিজস্ব প্রতিবেদক :ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়নপ্রতাশীরা এখন সারাদেশে মাঠে নামছেন। তবে প্রার্থী চূড়ান্ত করতে দলের হাইকমান্ড কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়া হাতে নিয়েছে। এবারের প্রক্রিয়ায় প্রার্থী হতে হলে পরিচিতি বা অভিজ্ঞতা ছাড়া জনগণের কাছে গ্রহণযোগ্যতা, সাংগঠনিক সক্রিয়তা, রাজনৈতিক ত্যাগ ও ধৈর্য থাকতে হবে। বিতর্কিত বা সুযোগসন্ধানীরা এই প্রক্রিয়ায় বাইরে থাকবেন।

দলীয় সূত্র জানায়, মোট ছয় ধাপে প্রার্থীদের যাচাই করা হচ্ছে। প্রথম ধাপে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারাদেশে জরিপ চালিয়ে সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা ও কার্যকারিতা যাচাই করেছেন। দ্বিতীয় ধাপে দলের মহাসচিব ও স্থায়ী কমিটির নেতারা স্থানীয় নেতাদের মতামত সংগ্রহের মাধ্যমে প্রার্থীদের সঙ্গে কথা বলেছেন। তৃতীয় ধাপে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সাইজের ছবি সংগ্রহ করা হচ্ছে এবং কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ করা হচ্ছে। চতুর্থ ধাপে মনোনয়ন ফরম বিক্রি ও আবেদন গ্রহণ, পঞ্চম ধাপে মনোনয়ন বোর্ডের সাক্ষাৎকার ও চূড়ান্ত যাচাই এবং ষষ্ঠ ধাপে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হবে।

এবারের নির্বাচনে প্রতিটি আসনে একক প্রার্থী দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একক প্রার্থী নিশ্চিত হলে অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতা কমানো যাবে এবং দলীয় ঐক্য দৃঢ় থাকবে। সূত্রের খবর, চলতি অক্টোবরের মধ্যে প্রায় ২৫০ আসনে একক প্রার্থীকে ‘সবুজ সংকেত’ দেওয়া হতে পারে। এছাড়া বিভাগের তৃণমূল পর্যায়ের প্রস্তুতিও ইতিমধ্যেই শুরু হয়েছে।

বিএনপি হাইকমান্ডের নজরদারিতে মনোনয়নপ্রত্যাশীরা প্রতিটি ধাপে যাচাই-বাছাইয়ে অংশ নিচ্ছেন। দলের ভাইস চেয়ারম্যানরা জানিয়েছেন, শুধু পরিচিতি বা অভিজ্ঞতা থাকলেই মনোনয়ন মিলবে না; বিগত দিনে আন্দোলনে ভূমিকা, গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক দক্ষতাকেই মূল মানদণ্ড হিসেবে ধরা হচ্ছে।

প্রার্থী ঘোষণার পর অভ্যন্তরীণ কোন্দলের আশঙ্কাও রয়েছে। একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকা আসনে নেতাদের ঢাকায় ডাকা হচ্ছে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হচ্ছে। এ ছাড়াও, মনোনয়নপ্রক্রিয়ার সময় এনআইডি ও ছবি সংগ্রহ করে দলীয় সংরক্ষণে রাখা হচ্ছে। বিএনপি হাইকমান্ড এ সব প্রক্রিয়ায় সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই চালাচ্ছেন যাতে চূড়ান্ত প্রার্থী সবাই মেনে নিয়ে দলের পক্ষে কাজ করতে পারেন।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত