ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২
ইসরায়েলের নতুন বিল গাজা শান্তি পরিকল্পনার জন্য হুমকি: রুবিও

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের দুই এলাকা, জুদেয়া ও সামারিয়াকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে গতকাল ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে একটি বিল পাস হয়েছে। যুক্তরাষ্ট্র এই বিলকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘গাজা শান্তি পরিকল্পনার জন্য হুমকি’ হিসেবে বিবেচনা করছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও এই তথ্য জানিয়েছেন।
বুধবার ওয়াশিংটন থেকে ইসরায়েলের উদ্দেশে রওনা দেওয়ার আগে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, ইসরায়েল নেসেটে একটি বিল পাস করেছে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই বিলকে কোনো সমর্থন দেওয়া হবে না। আমরা মনে করি, এটি গাজায় শান্তি পরিকল্পনার জন্য হুমকি সৃষ্টি করছে।
রুবিও আরও বলেন, বিলটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে উত্থাপিত হয়েছে—এ বিষয়ে কোনো সন্দেহ নেই। গণতন্ত্রে জনগণ ভোট দেয়, পার্লামেন্টে বিল উত্থাপন হয় এবং এমপিদের ভোটের মাধ্যমে বিল পাস হয়। তবে এই মুহূর্তে এই ধরনের গণতান্ত্রিক চর্চা গাজার শান্তি পরিকল্পনার ক্ষেত্রে বিপরীত প্রভাব ফেলতে পারে।
১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর থেকে জুদেয়া ও সামারিয়া পশ্চিম তীরের অংশ হিসেবে ইসরায়েলের দখলে রয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম জানাচ্ছে, নেসেটে ১২০ আসনের মধ্যে বিলটির পক্ষে ২৫টি, বিপক্ষে ২৪টি ভোট পড়েছে, এবং ৫১ জন এমপি ভোট দেওয়া থেকে বিরত ছিলেন।
প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার দল লিকুদ পার্টি বিলের বিরোধিতা করেছেন। তবে লিকুদ পার্টির নেতৃত্বাধীন জোট সরকারের কয়েকজন শরিক বিলের পক্ষে ভোট দিয়েছেন।
উল্লেখ্য, ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি পরিকল্পনা প্রস্তাব করেন। ইসরায়েল ও গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস সেই পরিকল্পনায় সায় দেয়। ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং এরপর থেকে বড় ধরনের কোনো সংঘাতের ঘটনা ঘটেনি।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে এবার যুক্ত হচ্ছে মাঠ প্রশাসন
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস