ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২
নির্বাচন কমিশনের চেয়ে বেশি অনাস্থা নিরাপত্তাব্যবস্থার ওপর: ব্যারিস্টার ফুয়াদ
নিজস্ব প্রতিবেদক: আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ ও অবৈধ কর্মকাণ্ডে জড়িত উপদেষ্টাদের জেলে যাওয়া লাগতে পারে। তিনি বলেন, এ ব্যর্থতার দায়িত্ব বর্তমান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার ওপর সবচেয়ে বেশি বর্তায়।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় অংশ নিয়ে তিনি এ বক্তব্য দেন।
ব্যারিস্টার ফুয়াদ জানান, স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্বে থাকাকালীন সময়ে জাতীয় নির্বাচনে নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে। তিনি বলেন, দেশের জনগণ এখন উদ্বিগ্ন। নির্বাচন কমিশনের চেয়ে বেশি অনাস্থা নিরাপত্তাব্যবস্থার ওপর। প্রশাসন যদি নিরপেক্ষ না থাকে, তাহলে সুষ্ঠু ভোট সম্ভব নয়।
তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর বিচারপ্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন, যা রাষ্ট্রীয় ন্যায়বিচারের জন্য বিপজ্জনক উদাহরণ তৈরি করতে পারে। আইনের শাসন যদি প্রভাবশালীদের হাতে বন্দি হয়ে পড়ে, সাধারণ মানুষের ন্যায়বিচার হারাবে, যোগ করেন তিনি।
ফুয়াদ আরও বলেন, অপরাধের সঙ্গে জড়িত সকলকে—সেনা কর্মকর্তা, ব্যবসায়ী বা যেই হোক না কেন—আইনের মুখোমুখি হতে হবে। কিন্তু কিছু প্রভাবশালী অপরাধীকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, যা রাষ্ট্রীয় নীতির পরিপন্থী। তিনি বলেন, এবি পার্টি জনগণের অধিকারের রাজনীতি করে এবং দেশের প্রতিটি নাগরিকের জন্য সম অধিকার ও ন্যায়বিচারের নিশ্চয়তা দিতে চায়। আমরা চাই এমন বাংলাদেশ যেখানে আইন সবার জন্য সমান হবে—অপরাধীর পরিচয় নয়, অপরাধই বিচারযোগ্য।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা রাজনীতি করতে এসেছি মানুষের অধিকার ফেরানোর জন্য। যারা দুর্নীতিকে ঢাল বানিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়, তাদের সময় শেষ হয়ে আসছে। জনগণ পরিবর্তন চায়, জবাবদিহি চায়। রাষ্ট্রযন্ত্রকে দলীয় স্বার্থে ব্যবহার বন্ধ না করলে আগামী নির্বাচনও বিতর্কিত হয়ে যাবে।
এবি পার্টি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের পক্ষে রয়েছে, যেখানে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে।
সভায় আরও বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান মাহবুব, কৃষি বিষয়ক সম্পাদক মোস্তাফিজার রহমান এবং রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক। মতবিনিময় সভায় রংপুর মহানগর ও জেলা পর্যায়ের এবি পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি শেষ: জানুন ফলাফল
- সিলেট বনাম চট্টগ্রামের খেলা চলছে: ম্যাচটি সরাসরি দেখুন( LIVE)
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা
- নোয়াখালী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ: দেখে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দীর্ঘ সংকট কাটাতে বাজারে ১০ শক্তিশালী কোম্পানি আনছে সরকার
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে নতুন নামে আসছে তালিকাভুক্ত কোম্পানি