ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

গাজা থেকে বিশ্ব চলচ্চিত্রে ন্যায় ও মানবতার বার্তা

২০২৫ অক্টোবর ২১ ১৯:২৫:৫০

গাজা থেকে বিশ্ব চলচ্চিত্রে ন্যায় ও মানবতার বার্তা

আন্তর্জাতিক ডেস্ক :গাজায় চলমান ফিলিস্তিনি গণহত্যা শুধু মানবিক সংকটই নয়, এটি বিশ্ব সংস্কৃতি ও চলচ্চিত্রের ধারণাকেও নতুন করে সংজ্ঞায়িত করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ইরানি স্টাডিজ ও তুলনামূলক সাহিত্য বিষয়ক অধ্যাপক হামিদ দাবাশি বলেন, “মানবতা ও ন্যায়ের পক্ষে এই লড়াই শুধু রাজনৈতিক নয়; এটি এখন শিল্প, সংস্কৃতি ও চলচ্চিত্রের এক নতুন আন্দোলন।”

জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল গাজায় গণহত্যা চালাচ্ছে এবং তা এখনও অব্যাহত রয়েছে। প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, “ইসরাইলি কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনী গাজা উপত্যকার ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা করেছে এবং তা অব্যাহত রেখেছে।” আন্তর্জাতিক মহলও ইসরাইলকে জবাবদিহির আওতায় আনার দাবি জোরদার করছে। মানবাধিকার বিশেষজ্ঞরা ন্যুরেমবার্গ ট্রায়ালের আদলে একটি আন্তর্জাতিক আদালত গঠনের আহ্বান জানাচ্ছেন, যেখানে যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি কর্মকর্তাদের বিচার হবে।

বিশ্বের বিভিন্ন প্রান্তে বহু ইহুদি নাগরিক ও শিল্পীও ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। হামিদ দাবাশি বলেন, “ইহুদিরা নয়, বরং জায়োনিস্ট মতবাদই এই গণহত্যার জন্য দায়ী।”

গাজায় ইসরাইলি আগ্রাসনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতেও আলোচনার ঝড় উঠেছে। ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ‘দ্য ভয়েস অব হিন্দ রাজাব’ দর্শকদের কাছ থেকে ২২ মিনিটের দাঁড়িয়ে অভিবাদন পেয়েছে। একইভাবে, টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফিলিস্তিনি নির্মাতা আনেমারি জাসিরের ‘প্যালেস্টাইন ৩৬’ বিশেষ সাড়া ফেলেছে, যেখানে ১৯৩৬ সালের ফিলিস্তিনে উপনিবেশবাদের সূচনাকাল ফুটিয়ে তোলা হয়েছে।

এদিকে, হলিউডের জনপ্রিয় তারকা এমা স্টোন, জোয়াকিন ফিনিক্স, রুনি মারা, নিকোলা কফলান ও অ্যান্ড্রু গারফিল্ড প্রকাশ্যে ঘোষণা করেছেন যে তারা ইসরায়েলি চলচ্চিত্র প্রতিষ্ঠানের সঙ্গে আর কাজ করবেন না, যেগুলো গণহত্যা ও বর্ণবৈষম্যে জড়িত। এসব ঘটনা বিশ্ব সিনেমায় এক নতুন নৈতিক ও মানবিক চেতনার সূচনা করেছে।

দাবাশি বলেন, “আজ বিশ্ব সিনেমার প্রকৃত কেন্দ্রবিন্দু গাজা—যেখানে তরুণ নির্মাতা বিসান আওদা আইফোনে নিজের জাতির হত্যাযজ্ঞ নথিবদ্ধ করে নতুন ইতিহাস লিখছেন।” বিসান আওদার তৈরি ‘ইটস বিসান ফ্রম গাজা’ এবং ‘আই’ম স্টিল অ্যালাইভ’ সিরিজ বিশ্বব্যাপী আলোচনায় এসেছে; তিনি পেয়েছেন পিবডি, মারো ও এমি পুরস্কার। দাবাশি মনে করেন, “এই পুরস্কারগুলো বিসানকে নয়, বরং তার কাজের শক্তিকেই সম্মান জানায়।”

তিনি আরও বলেন, “গাজায় ফিলিস্তিনি সাংবাদিক ও নির্মাতাদের কাজ বিশ্ব সিনেমার কেন্দ্রকে ইউরোপ ও আমেরিকা থেকে সরিয়ে মধ্যপ্রাচ্যে নিয়ে এসেছে। মানবতা ও ন্যায়ের পক্ষে এই লড়াই শুধুমাত্র রাজনৈতিক নয়—এটি এখন শিল্প, সংস্কৃতি ও চলচ্চিত্রেরও এক নতুন আন্দোলন।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বাস্তবতার নিরিখে শিক্ষকদের বিষয়ে এই সিদ্ধান্ত নিয়েছি: প্রধান উপদেষ্টা

বাস্তবতার নিরিখে শিক্ষকদের বিষয়ে এই সিদ্ধান্ত নিয়েছি: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া বৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ... বিস্তারিত