ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

চীন তাইওয়ান দখলের পরিকল্পনা করছে না: ট্রাম্প

২০২৫ অক্টোবর ২১ ১০:২৯:৪৭

চীন তাইওয়ান দখলের পরিকল্পনা করছে না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীন তাইওয়ান দখল করতে চায় না। একইসঙ্গে তিনি জানিয়েছেন, চীনের আমন্ত্রণে আগামী বছরের শুরুতে বেইজিং সফর করবেন।

সোমবার (২১ অক্টোবর) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, চীন থেকে আমাকে সফরের আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমি তা গ্রহণ করেছি। আগামী বছরের প্রথম দিকে আমি সেখানে যাচ্ছি। বিষয়টি মোটামুটি ঠিক হয়ে গেছে।

তাইওয়ান ইস্যুতে ট্রাম্প বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার সম্পর্ক ভালো, এবং দুই দেশের সম্পর্ক আরও উন্নয়নের দিকে যাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরের পূর্ববর্তী প্রতিবেদনের সঙ্গে ট্রাম্পের বক্তব্য কিছুটা সাংঘর্ষিক। পেন্টাগনের এক মূল্যায়নে বলা হয়েছিল, চীন ২০২৭ সালের মধ্যেই তাইওয়ান দখলের পরিকল্পনা করছে।

ট্রাম্প ব্যাখ্যা দেন, চীন জানে যে যুক্তরাষ্ট্র এখনো বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি, এবং কোনো পক্ষ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ দিতে পারবে না। তবে তিনি স্বীকার করেন, চীন তাইওয়ান নিয়ে আগ্রহী এবং শি জিনপিংয়ের জন্য তাইওয়ানকে 'চোখের মণি' হিসেবে দেখেন।

চলতি মাসের শেষ দিকে দক্ষিণ কোরিয়ায় শি জিনপিংয়ের সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা। ট্রাম্প আশা প্রকাশ করেন, ওই বৈঠকে ন্যায্য বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনা বেড়েছে। চীন বিরল খনিজ রপ্তানিতে নতুন নিয়ন্ত্রণ আরোপ করেছে, আর ট্রাম্প পাল্টা হুমকি দিয়েছেন, চীনা পণ্যের ওপর শুল্ক ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে।

তবে সোমবার ট্রাম্প কিছুটা শান্ত সুরে বলেন, দুই দেশকে একসঙ্গে সমৃদ্ধির পথে হাঁটতে হবে। এসময় তিনি চীনের প্রতি আহ্বান জানান, যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য, বিশেষ করে সয়াবিন, কেনার বিষয়ে অগ্রসর হতে।

বাণিজ্যযুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলের কৃষকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। ট্রাম্পের এই মন্তব্যের পর শিকাগো বোর্ড অব ট্রেডে সয়াবিনের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে গেছে।

এর আগে, গত জুনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সিঙ্গাপুরে অনুষ্ঠিত ‘শ্যাংরি-লা ডায়ালগ’ সম্মেলনে চীনকে ‘অঞ্চলের জন্য হুমকি’ হিসেবে উল্লেখ করেছিলেন। তখন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছিল, তাইওয়ানকে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র যেন আগুন নিয়ে না খেলে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত