ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

তারেক রহমানের নির্দেশে অন্ধ গায়কের পাশে বিএনপি

২০২৫ অক্টোবর ২০ ২১:৪০:৩৩

তারেক রহমানের নির্দেশে অন্ধ গায়কের পাশে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া অন্ধ গায়ক জাহাঙ্গীর আলমের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তার নির্দেশে সোমবার (২০ অক্টোবর) কুমিল্লার চৌদ্দগ্রামের ফুলমুড়ি (খোশাল হাজী বাড়ি) এলাকায় জাহাঙ্গীর আলমের সঙ্গে সাক্ষাৎ করে 'আমরা বিএনপি পরিবার'-এর একটি প্রতিনিধি দল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও 'আমরা বিএনপি পরিবার'-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি জাহাঙ্গীর আলমের সার্বিক খোঁজখবর নেন এবং তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

প্রতিনিধি দলে নেতৃত্ব দেন 'আমরা বিএনপি পরিবার'-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত