ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

জুবিন গর্গকে নিয়ে দেবের মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়

২০২৫ অক্টোবর ১৮ ২৩:৩৮:২৪

জুবিন গর্গকে নিয়ে দেবের মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়

বিনোদন ডেস্ক: গত ১৯ সেপ্টেম্বর জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গ সিঙ্গাপুরে না ফেরার দেশে চলে যান। তার আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত হয় পুরো ভারতবর্ষ। অসমীয়া, হিন্দি ও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে শত শত গান গেয়েছেন জুবিন। বাংলা ছবিতে মূলত টলিউড সুপারস্টার জিৎ এবং দেবকে তার গানে ঠোঁট মেলাতে দেখা যেত।

জুবিনের মৃত্যুর সময় 'রঘু ডাকাত' ছবির প্রচারে ব্যস্ত ছিলেন অভিনেতা দেব। প্রচারের ফাঁকেই ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি প্রয়াত শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং জুবিনের কণ্ঠ তার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল, সে কথা স্মরণ করেন।

দেব বলেন, "জুবিনদা যেভাবে হঠাৎ করে চলে গেলেন তা সত্যি ভীষণ দুঃখজনক। এত বড় একজন আইকন এত কম বয়সে চলে গেলেন, তা সত্যিই মানা যায় না। জুবিনদা আমার কণ্ঠ ছিলেন। দেখবেন এক এক সময় হয় এক একজন গায়কের কণ্ঠ এক একজন নায়কের পরিচয় হয়ে ওঠে, আমার জন্য সেটাই হয়ে উঠেছিল।" তিনি আরও যোগ করেন, "'চোখের জলে ভাসিয়ে দিলাম' গানটি এখনও একই ভাবে জনপ্রিয়। এমন অনেক গান রয়েছে যা কখনও পুরনো হবে না। ভগবান তার পরিবারকে এই কঠিন সময়ে শক্ত হতে সাহায্য করুন, এটাই কামনা করি।"

তবে জুবিনের মৃত্যুতে দেবের এই সংক্ষিপ্ত শোক প্রকাশ মোটেই সন্তুষ্ট করতে পারেনি নেট দুনিয়ার বাসিন্দাদের। তার বক্তব্য শুনে অনেকেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। একজন নেটিজেন লিখেছেন, "উনি যেভাবে কথা বললেন, সেটা শুনে যেন মনে হচ্ছে জুবিন তার কাছে খুব ছোট্ট জিনিস, এটা মেনে নিতে হবে।" অন্য একজন মন্তব্য করেছেন, "তোমরা যার গান নিয়ে হিট হলে, তার জন্য শুধু এতোটুকু কথা বললে এটা ঠিক নয় ভাই। আরও অনেক কিছু আশা করেছিলাম বলবে। জুবিন একটা মাইলস্টোন মানুষ।"

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

রাকসুতে পরাজিত প্রার্থীদের ব্যতিক্রমী আয়োজন

রাকসুতে পরাজিত প্রার্থীদের ব্যতিক্রমী আয়োজন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচনে পরাজিত প্রার্থীরা একটি মিলনমেলার আয়োজন করেছেন। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের... বিস্তারিত