ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২
ছাত্র সংসদের ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: ড্যানী
.jpg)
নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী বলেছেন, সম্প্রতি অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল আগামী জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের ওপর কোনো প্রভাব ফেলবে না। তিনি বলেন, ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল স্বল্পকালীন রাজনৈতিক প্রতিফলন মাত্র, যা মূল জাতীয় রাজনীতিকে প্রভাবিত করতে পারবে না।
শনিবার (১৮ অক্টোবর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে তুলে ধরার উদ্দেশ্যে নেত্রকোণা সদর উপজেলায় বিএনপি আয়োজিত মোটরসাইকেল শোভাযাত্রা এবং লিফলেট বিতরণ কর্মসূচিতে এই মন্তব্য করেন ড্যানী।
শোভাযাত্রার সময় নেতৃবৃন্দ ও সমর্থকরা শহরের বিভিন্ন সড়ক ঘুরে লিফলেট বিতরণ করেন এবং দলের কার্যক্রম, আন্দোলন ও সাধারণ মানুষের হিতসংশ্লিষ্ট বিষয় নিয়ে জনসাধারণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেন।
এটিএম আব্দুল বারী ড্যানী বলেন, “দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের কারণে জনগণের সঙ্গে মিলিত হয়ে আমরা আওয়ামী লীগের পতন ঘটাতে সক্ষম হয়েছি। কিন্তু এখনো কিছু ষড়যন্ত্র চলছে। বিশেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা অব্যাহত রয়েছে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে এসব ষড়যন্ত্র নস্যাৎ করতে প্রস্তুত। প্রয়োজনে আবারও আন্দোলন চালানো হবে।”
তিনি আরও বলেন, ছাত্র-যুব সমাজের রাজনৈতিক সচেতনতা এবং স্বতন্ত্র নেতৃত্বের বিকাশ আগামী জাতীয় নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ। বিএনপি সবসময় চেষ্টা করছে নির্বাচনে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে।
কর্মসূচিতে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা শোভাযাত্রা ও লিফলেট বিতরণের মাধ্যমে জনগণকে দলের নীতি, কর্মসূচি ও আন্দোলন সম্পর্কে সচেতন করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে দলকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করেছেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- শেয়ারবাজার কি ধ্বংসের পথে? আর কত রক্তক্ষরণ?
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: নোমান আলীর শিকার মার্করাম
- ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানাল ৯ কোম্পানি