ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

১৬ বছরের কম বয়সী শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার বন্ধের প্রস্তাব

২০২৫ অক্টোবর ১৭ ২০:৩৩:৫১

১৬ বছরের কম বয়সী শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার বন্ধের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার মন্ত্রিসভা স্কুল নিরাপত্তা ও শিশুদের ডিজিটাল ব্যবহার নিয়ন্ত্রণে রাখতে নতুন পদক্ষেপ গ্রহণের প্রস্তাব দিয়েছে। প্রস্তাবিত নীতিমালার অন্যতম হল ১৬ বছরের কম বয়সী শিক্ষার্থীদের জন্য স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করা। এই সিদ্ধান্তটি দেশটিতে স্কুলে নিরাপত্তা ও শিক্ষার্থীর নৈতিক মান উন্নয়নের প্রেক্ষিতে গ্রহণ করা হচ্ছে।

শুক্রবার পুত্রজায়ার সেরুলিংয়ের সুরাউ জান্নাতুল ফিরদৌস মসজিদে জুম্মার নামাজের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, “সোশ্যাল মিডিয়া ও অনলাইন গেমগুলো কিভাবে শিশুদের আচরণকে প্রভাবিত করছে, তা আমরা লক্ষ্য করেছি। কখনও কখনও এটি অপরাধমূলক দিকেও নিয়ে যেতে পারে। তাই ১৬ বছরের কম বয়সী শিক্ষার্থীদের মধ্যে স্মার্টফোন ব্যবহার সীমিত করার প্রস্তাব করছি। প্রস্তাবটি বর্তমানে অধ্যয়নাধীন, তবে অনেক দেশ ইতিমধ্যেই অনুরূপ ব্যবস্থা গ্রহণ করেছে।”

প্রধানমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়ন ও নৈতিক মূল্যবোধ বৃদ্ধির জন্য অভিভাবক এবং অভিভাবক-শিক্ষক সমিতির সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে হবে। শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যেই এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছে এবং শিগগিরই প্রয়োজনীয় নির্দেশিকা জারি করা হবে।

এক বিবৃতিতে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা বাড়াতে সরকারের প্রস্তাবিত পদক্ষেপগুলো অনুসরণ করে নির্দেশিকা তৈরি করা হবে। নির্দেশিকায় ১৬ বছরের কম বয়সী শিক্ষার্থীদের স্কুলে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করার বিধান অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া, যোগাযোগ মন্ত্রণালয় ও মালয়েশিয়ান যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশন সোশ্যাল মিডিয়া ব্যবহারের ন্যূনতম বয়স কার্যকর করার প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে।

প্রসঙ্গত, মালয়েশিয়ার স্কুলগুলোতে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সহিংস ঘটনাগুলো এই পদক্ষেপ গ্রহণে মূল প্রেরণা হিসেবে কাজ করেছে। চলতি সপ্তাহে পেটালিং জায়ার বন্দর উটামায় ১৬ বছর বয়সী ইয়াপ শিং জুয়েন তার ১৪ বছর বয়সী সহপাঠীর ওপর ছুরিকাঘাত চালিয়ে হত্যা করার ঘটনা প্রশাসনের তৎপরতা বাড়িয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত