ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২
পাকিস্তানি সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলা, নি’হত ১০
.jpg)
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় আফগান সীমান্তের কাছে অবস্থিত মির আলী সেনা ক্যাম্পে শুক্রবার দুপুরে আত্মঘাতী হামলা ঘটেছে। এ ঘটনায় ৭ জন পাকিস্তানি সেনা ও ৩ জন জঙ্গিসহ মোট ১০ জন নিহত হয়েছেন, এবং কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন।
স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানায়, বিস্ফোরকবাহী গাড়ি ক্যাম্পে প্রবেশ করার সময় ২ জন সশস্ত্র জঙ্গি ক্যাম্পে ঢুকতে চেষ্টা করেন। পাকিস্তানি সেনাদের গুলিতে তারা নিহত হন। ঠিক সেই সময় গাড়িতে থাকা বোমা বিস্ফোরিত হয়, এ ঘটনার জেরে ৭ জন সেনা ও গাড়ির চালক নিহত হয়।
পিটিভি নিউজসহ অন্যান্য সংবাদমাধ্যম জানাচ্ছে, মির আলী সেনা ক্যাম্পে পাকিস্তানি সেনারা আত্মঘাতী হামলাকে প্রতিহত করেছে এবং বন্দুকযুদ্ধের সময় ৪ জন জঙ্গি নিহত হয়।
পাকিস্তানের নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) গত কয়েক বছরে আরও সক্রিয় হয়েছে। আফগানিস্তানে তালেবান সরকারের প্রতিষ্ঠার পর গোষ্ঠীটি আরও বেপরোয়া হয়েছে। পাকিস্তান অভিযোগ করছে, আফগান তালেবানরা টিটিপিকে আশ্রয় ও সমর্থন দিচ্ছে, যদিও কাবুল এই অভিযোগ অস্বীকার করেছে।
এর আগে ৯ অক্টোবর আফগান রাজধানী কাবুলে বিমান হামলার মাধ্যমে পাকিস্তান টিটিপির শীর্ষ নেতা নূর ওয়ালি মেহসুদকে হত্যা করে। এর পর দুই দিনের মধ্যে খাইবার পাখতুনখোয়ার সীমান্তবর্তী এলাকায় পাকিস্তান ও আফগান সেনার মধ্যে তীব্র সংঘাত শুরু হয়। ১৫ অক্টোবর দুই দেশের মধ্যে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও, শুক্রবার তা শেষ হওয়ার পর মির আলী সেনা ক্যাম্পে হামলা ঘটেছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- মার্জারের দুই ব্যাংকে ফেঁসে গেল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর