ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ আবেদন শুরু আজ, জানুন বিস্তারিত

২০২৫ অক্টোবর ১৭ ০৯:৫৪:১৯

এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ আবেদন শুরু আজ, জানুন বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আজ শুক্রবার (১৭ অক্টোবর)। শিক্ষার্থীরা আগামী ২৩ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। পুনঃনিরীক্ষণের জন্য প্রতি বিষয়ের ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটি জানায়, আবেদন শুধুমাত্র অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে করা যাবে। কোনোভাবেই শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা অন্য কোনো দপ্তরে সরাসরি আবেদন জমা দেওয়া যাবে না।

আবেদন করার পদ্ধতি

আবেদন করতে হলে এই লিংকে ওয়েবসাইটে:(https://rescrutiny.eduboardresults.gov.bd) যেয়ে আবেদন করেতে পারেন।

নির্দেশনা অনুযায়ী, আবেদন করতে হলে শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং বোর্ডের নাম নির্বাচন করে ‘সাবমিট’ করতে হবে। প্রতিটি বিষয়ের জন্য ১৫০ টাকা ফি প্রযোজ্য হবে। এরপর আবেদনকারীদের একটি মোবাইল নম্বর দিতে হবে, যেখানে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পর এসএমএস পাঠানো হবে।

এরপর আবেদনকারী বিষয়ভিত্তিকভাবে ফলাফল নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করবেন। দ্বিপত্র বিশিষ্ট বিষয়ে উভয় পত্রের জন্য আবেদন করা বাধ্যতামূলক।

ফি প্রদানের মাধ্যম

আবেদনের ফি পরিশোধ করা যাবে বিকাশ, নগদ, সোনালী সেবা, ডিবিবিএল রকেট অথবা টেলিটক মোবাইল সিম এর মাধ্যমে। ফি প্রদানের বিস্তারিত ধাপ ওয়েবসাইটের ‘হেল্প’ অপশন থেকে জানা যাবে।

ফি পরিশোধের পর আবেদনটি চূড়ান্তভাবে জমা দিতে হবে ‘জমা দিন’ বাটনে ক্লিক করে। তবে ফি প্রদানের আগে আবেদন পরিবর্তন বা বাতিল করা গেলেও, একবার ফি পরিশোধের পর আর কোনো সংশোধন বা বাতিলের সুযোগ থাকবে না। পাশাপাশি কোনো অবস্থাতেই ফি ফেরতযোগ্য নয়।

ফলাফল ও প্রেক্ষাপট

এর আগে বৃহস্পতিবার সারাদেশে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবারের ফলাফল গত দুই দশকের মধ্যে সবচেয়ে দুর্বল বলে জানায় শিক্ষা বোর্ড।

দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা গত ২০ বছরের মধ্যে সর্বনিম্ন। এ বছর জিপিএ-৫ পেয়েছে মাত্র ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী।২০২৪ সালের তুলনায় এবার পাসের হার প্রায় ১৮ শতাংশ কমেছে, এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭৬ হাজার ৮১৪ জন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত