ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২
রাশিয়া জ্বালানি ইস্যুতে নতুন কূটনৈতিক নাটক
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধের আশ্বাস দিয়েছেন বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। ভারত স্পষ্ট করে বলেছে যে, অস্থির জ্বালানি বাজারে ভারতীয় ভোক্তার স্বার্থ রক্ষা করাই সবসময় তাদের অগ্রাধিকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বিবৃতিতে বলেছেন, ভারত তেল ও গ্যাসের একটি গুরুত্বপূর্ণ আমদানিকারক দেশ। অস্থির জ্বালানি পরিস্থিতিতে ভারতীয় ভোক্তার স্বার্থ রক্ষা করা আমাদের দীর্ঘদিনের অগ্রাধিকার, এবং আমাদের আমদানি নীতি সম্পূর্ণভাবে এই লক্ষ্যেই পরিচালিত। তিনি আরও বলেন, স্থিতিশীল জ্বালানি মূল্য ও নিরাপদ সরবরাহ নিশ্চিত করা আমাদের জ্বালানি নীতির দু’টি প্রধান লক্ষ্য। এর মধ্যে আমাদের জ্বালানি উৎসের পরিধি বাড়ানো ও বাজার পরিস্থিতি অনুযায়ী বৈচিত্র্য আনা অন্তর্ভুক্ত।
বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বহু বছর ধরে জ্বালানি সংগ্রহে সহযোগিতা বৃদ্ধির চেষ্টা চলছে এবং গত এক দশকে এ ক্ষেত্রে ধারাবাহিক অগ্রগতি হয়েছে। বর্তমান মার্কিন প্রশাসনও ভারতের সঙ্গে জ্বালানি সহযোগিতা গভীর করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে এবং এ বিষয়ে আলোচনা চলছে।
এর আগে, ডোনাল্ড ট্রাম্প মোদির আশ্বাসের বিষয়ে দাবি করেছিলেন, "তিনি (ভারতের প্রধানমন্ত্রী) আমাকে আশ্বাস দিয়েছেন, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ হবে। এটি তাৎক্ষণিকভাবে করা সম্ভব নয়; কিছু প্রক্রিয়া রয়েছে। তবে শিগগিরই তা সম্পন্ন হবে।"
ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই পশ্চিমা বিভিন্ন শক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্র, বারবার রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনার সমালোচনা করেছে। এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট করে বলেছেন যে, ভারত কেবল নিজের নাগরিকদের জন্য সর্বোত্তম চুক্তি নিশ্চিত করার চেষ্টা করছে। তিনি পশ্চিমা বিশ্বের দ্বৈত মানদণ্ড নিয়েও প্রশ্ন তুলেছেন, যেখানে 'ইউরোপের সমস্যা মানেই বিশ্বের সমস্যা, কিন্তু বিশ্বের সমস্যা ইউরোপের সমস্যা নয়'—এই মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
রাশিয়ার কাছ থেকে ভারত তেল কেনা অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের ওপর ট্রাম্প প্রশাসন অতিরিক্ত শুল্ক আরোপ করেছে বলে ধারণা করা হয়। ট্রাম্পের মন্তব্য নিয়ে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রতিক্রিয়া দেখা দেয়, যেখানে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী মোদিকে ট্রাম্পকে ভয় পাওয়ার অভিযোগ করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস: রোমাঞ্চকর ম্যাচটি চলছে-দেখুন সরাসরি (LIVE)