ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২
রাশিয়া জ্বালানি ইস্যুতে নতুন কূটনৈতিক নাটক

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধের আশ্বাস দিয়েছেন বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। ভারত স্পষ্ট করে বলেছে যে, অস্থির জ্বালানি বাজারে ভারতীয় ভোক্তার স্বার্থ রক্ষা করাই সবসময় তাদের অগ্রাধিকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বিবৃতিতে বলেছেন, ভারত তেল ও গ্যাসের একটি গুরুত্বপূর্ণ আমদানিকারক দেশ। অস্থির জ্বালানি পরিস্থিতিতে ভারতীয় ভোক্তার স্বার্থ রক্ষা করা আমাদের দীর্ঘদিনের অগ্রাধিকার, এবং আমাদের আমদানি নীতি সম্পূর্ণভাবে এই লক্ষ্যেই পরিচালিত। তিনি আরও বলেন, স্থিতিশীল জ্বালানি মূল্য ও নিরাপদ সরবরাহ নিশ্চিত করা আমাদের জ্বালানি নীতির দু’টি প্রধান লক্ষ্য। এর মধ্যে আমাদের জ্বালানি উৎসের পরিধি বাড়ানো ও বাজার পরিস্থিতি অনুযায়ী বৈচিত্র্য আনা অন্তর্ভুক্ত।
বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বহু বছর ধরে জ্বালানি সংগ্রহে সহযোগিতা বৃদ্ধির চেষ্টা চলছে এবং গত এক দশকে এ ক্ষেত্রে ধারাবাহিক অগ্রগতি হয়েছে। বর্তমান মার্কিন প্রশাসনও ভারতের সঙ্গে জ্বালানি সহযোগিতা গভীর করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে এবং এ বিষয়ে আলোচনা চলছে।
এর আগে, ডোনাল্ড ট্রাম্প মোদির আশ্বাসের বিষয়ে দাবি করেছিলেন, "তিনি (ভারতের প্রধানমন্ত্রী) আমাকে আশ্বাস দিয়েছেন, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ হবে। এটি তাৎক্ষণিকভাবে করা সম্ভব নয়; কিছু প্রক্রিয়া রয়েছে। তবে শিগগিরই তা সম্পন্ন হবে।"
ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই পশ্চিমা বিভিন্ন শক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্র, বারবার রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনার সমালোচনা করেছে। এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট করে বলেছেন যে, ভারত কেবল নিজের নাগরিকদের জন্য সর্বোত্তম চুক্তি নিশ্চিত করার চেষ্টা করছে। তিনি পশ্চিমা বিশ্বের দ্বৈত মানদণ্ড নিয়েও প্রশ্ন তুলেছেন, যেখানে 'ইউরোপের সমস্যা মানেই বিশ্বের সমস্যা, কিন্তু বিশ্বের সমস্যা ইউরোপের সমস্যা নয়'—এই মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
রাশিয়ার কাছ থেকে ভারত তেল কেনা অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের ওপর ট্রাম্প প্রশাসন অতিরিক্ত শুল্ক আরোপ করেছে বলে ধারণা করা হয়। ট্রাম্পের মন্তব্য নিয়ে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রতিক্রিয়া দেখা দেয়, যেখানে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী মোদিকে ট্রাম্পকে ভয় পাওয়ার অভিযোগ করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বিনিয়োগকারীদের স্বস্তি ফেরাবে বিএসইসি’র নতুন নিয়ম
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- মার্জারের দুই ব্যাংকে ফেঁসে গেল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর