ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

তুরস্কের ৯০০ টন ত্রাণ নিয়ে গাজার পথে

২০২৫ অক্টোবর ১৬ ১৬:৫০:৩৫

তুরস্কের ৯০০ টন ত্রাণ নিয়ে গাজার পথে

আন্তর্জাতিক ডেস্ক :যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার বাসিন্দাদের জন্য তুরস্কের একটি বিশাল জাহাজ ৯০০ টন খাদ্য নিয়ে মিসরের উদ্দেশে রওনা হয়েছে। মঙ্গলবার দেশটির দক্ষিণ মার্সিন আন্তর্জাতিক বন্দর থেকে যাত্রা করা এই জাহাজটি মিসরের আল আরিস বন্দরের মাধ্যমে গাজায় পৌঁছাবে। তুরস্কের বিপর্যয় ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) এই ত্রাণ পাঠানোর উদ্যোগ নিয়েছে, যেখানে সহযোগিতা করছে মিসরীয় রেড ক্রিসেন্ট এবং ১৭টি স্বেচ্ছাসেবী সংগঠন।

জাহাজে সাধারণ খাবার, কৌটাজাত খাবার এবং শিশুদের ফর্মুলা রাখা হয়েছে। এটি গাজার কারিম আবু সালেম ক্রসিংয়ের মাধ্যমে প্রবেশ করবে। বন্দরে বিদায় জানানোর সময় তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকিয়া জানিয়েছেন, এটি তুরস্কের গাজার জন্য পাঠানো আরেকটি ত্রাণ জাহাজ, যাতে রয়েছে ৯০০ টন খাদ্য এবং শিশুদের প্রয়োজনীয় পুষ্টি উপকরণ।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল ফিলিস্তিনের গাজায় নির্বিচারে হামলা চালাতে শুরু করে। এরপর গাজায় পূর্ণ অবরোধ আরোপ করা হয় এবং খাদ্য সরবরাহ বন্ধ করা হয়। এতে করে গাজার বাসিন্দারা চরম খাদ্য সংকটে পড়েন। তবুও তুরস্ক গাজার মানুষের জন্য সাহায্য পাঠানো অব্যাহত রেখেছে। এখন পর্যন্ত তারা ১৭টি জাহাজ এবং ১৪টি বিমানে খাদ্য সহায়তা পাঠিয়েছে।

ইসরায়েলি হামলায় গাজায় ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুই লাখের বেশি মানুষ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত সপ্তাহে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও এটি অত্যন্ত ভঙ্গুর।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত