ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

ট্রাম্পের অনুমোদনে ভেনেজুয়েলায় সি-আইএ'র গোপন অভিযান

২০২৫ অক্টোবর ১৬ ১১:০৪:১৬

ট্রাম্পের অনুমোদনে ভেনেজুয়েলায় সি-আইএ'র গোপন অভিযান

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশ ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আরও আক্রমণাত্মক অবস্থান নিয়েছে। দেশটিতে গোপন অভিযান চালানোর আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, ক্যারিবীয় সাগরে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন ভেনেজুয়েলার ভেতরে স্থল অভিযান চালানোরও।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ট্রাম্প নিজেই স্বীকার করেছেন যে, তিনি সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)-কে ভেনেজুয়েলায় গোপন অভিযান চালানোর অনুমোদন দিয়েছেন। এর আগে দেশটির নৌযানে একাধিক প্রাণঘাতী হামলার দায়ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ওঠে।

ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে চলমান উত্তেজনা আরও তীব্র হয়েছে এসব ঘটনার পর। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “ভেনেজুয়েলা থেকে বিপুল পরিমাণ মাদক যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে—বেশিরভাগই সাগরপথে। এবার আমরা স্থলপথেও তাদের ঠেকাব।”

নিউইয়র্ক টাইমসের এক সাংবাদিক প্রশ্ন করেন, “আপনি কেন সিআইএকে ভেনেজুয়েলায় পাঠানোর অনুমতি দিয়েছেন?” উত্তরে ট্রাম্প বলেন, “তারা তাদের কারাগারের কয়েদিদের আমাদের দেশে পাঠিয়েছে—এটাই একটি বড় কারণ।”

ভেনেজুয়েলা সরকার অবশ্য ট্রাম্পের বক্তব্য ও সিআইএ অনুমোদনের তীব্র সমালোচনা করেছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, “যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ লঙ্ঘন করছে। তাদের উদ্দেশ্য হলো সরকার পরিবর্তনের বৈধতা তৈরি করা এবং আমাদের প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ নেওয়া।”

যখন ট্রাম্পকে সরাসরি জিজ্ঞাসা করা হয়, “সিআইএ কি মাদুরোকে অপসারণের নির্দেশ পেয়েছে?”—তখন তিনি হাস্যরস করে বলেন, “এই প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে হাস্যকর হবে, তবে প্রশ্নটা অযৌক্তিক নয়।”

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত