ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

‘লেভেল প্লেয়িং ফিল্ড হলে নির্বাচনে যাবে জাপা’

২০২৫ অক্টোবর ১৫ ১৯:১২:০৫

‘লেভেল প্লেয়িং ফিল্ড হলে নির্বাচনে যাবে জাপা’

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার শর্ত দিয়েছে জাতীয় পার্টি। দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি হলে তার দল নির্বাচনে যাবে।

বুধবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনই এখন জাতির দাবি। বর্তমান সরকার নিরপেক্ষ নয়, তাই দেশের মঙ্গলের জন্য যত দ্রুত সম্ভব এই সরকারকে বিদায় নিতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করে তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি।

সরকারের আচরণকে ‘অশান্তির প্রণোদনা’ হিসেবে উল্লেখ করে জি এম কাদের বলেন, যদি অশান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হতো, তবে বাংলাদেশ নিশ্চিতভাবেই সেটি জিততো।

গত ১১ অক্টোবর কাকরাইলে জাতীয় পার্টির সমাবেশে পুলিশের বাধা প্রসঙ্গে তিনি বলেন, শান্তিপূর্ণ সমাবেশে বিনা উস্কানিতে পুলিশ জল কামান, রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে সমাবেশ ছত্রভঙ্গ করে দেয়। এটি সরকারের পক্ষপাতদুষ্ট মানসিকতার বহিঃপ্রকাশ এবং অন্তর্বর্তী সরকারের ইচ্ছার প্রতিফলন।

তিনি অভিযোগ করেন, সরকারের এমন আচরণ রাজনৈতিক দলগুলোর জন্য সমান সুযোগ নিশ্চিত করছে না। নিবন্ধিত দলগুলোর স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দিয়ে সরকার প্রমাণ করছে—তারা নিরপেক্ষ নির্বাচনের পক্ষে নয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, ইঞ্জিনিয়ার মাইনুল রাব্বি চৌধুরী এবং দপ্তর সম্পাদক মাহমুদ আলম প্রমুখ।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত