ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

আইপিও অনুমোদন প্রক্রিয়ায় বিএসইসি'র যুগান্তকারী পরিবর্তন

২০২৫ অক্টোবর ১৪ ২১:১৫:৪৪

আইপিও অনুমোদন প্রক্রিয়ায় বিএসইসি'র যুগান্তকারী পরিবর্তন

হাসান মাহমুদ ফারাবী: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজার সংস্কারে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। কমিশন বিদ্যমান 'বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) রুলস ২০১৫' বাতিল করে তার পরিবর্তে 'বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিস) রুলস ২০২৫'-এর খসড়ার অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিএসইসি'র ৯৭৭তম কমিশন সভায় এই গুরুত্বপূর্ণ নীতিমালার অনুমোদন দেওয়া হয়। কমিশন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সভায় সভাপতিত্ব করেন।

সভা শেষে বিএসইসি'র পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্সের সুপারিশগুলো গুরুত্বের সাথে বিবেচনা করে এই নতুন নীতিমালার খসড়া অনুমোদন করা হয়েছে। খসড়াটি এখন জনমত যাচাইয়ের জন্য কমিশনের ওয়েবসাইট এবং বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশ করা হবে। এই উদ্যোগের মাধ্যমে বিএসইসি বাজারে স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে মনে করা হচ্ছে।

খসড়া ‘পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিস রুলস ২০২৫’ অনুযায়ী, কোনো কোম্পানিকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) চূড়ান্ত অনুমোদন দেওয়ার আগে স্টক এক্সচেঞ্জের সুপারিশ গ্রহণ করবে বিএসইসি। এটি আইপিও অনুমোদন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করবে।

নতুন নিয়মে ইস্যুয়ার কোম্পানি, নিরীক্ষক (Auditors) এবং ইস্যু ম্যানেজারদের দায়দায়িত্ব ও ভূমিকার বিষয়ে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এর ফলে তাদের জবাবদিহিতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতা বহুগুণে বৃদ্ধি পাবে, যা সামগ্রিকভাবে শেয়ারবাজারের পরিবেশকে উন্নত করবে।

বিএসইসি আশা করছে, প্রস্তাবিত নতুন রুলসটির মাধ্যমে আইপিও ভ্যালুয়েশন বা প্রাইসিংয়ের ক্ষেত্রে গুণগত উন্নয়ন হবে এবং বাজারে ন্যায্য প্রাইসিং (Fair Pricing) নিশ্চিত করা সম্ভব হবে। ন্যায্য প্রাইসিং নিশ্চিতের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো— ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোকে শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে উৎসাহিত করা। এর ফলে সাধারণ বিনিয়োগকারীরা অপেক্ষাকৃত নিরাপদ এবং লাভজনক বিনিয়োগের সুযোগ পাবেন।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত