ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

পাকিস্তানের সঙ্গে ‘আপাতত’ সংঘাত বন্ধ: আফগান পররাষ্ট্রমন্ত্রী

২০২৫ অক্টোবর ১২ ২১:০০:০৬

পাকিস্তানের সঙ্গে ‘আপাতত’ সংঘাত বন্ধ: আফগান পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জানিয়েছেন, কাতার ও সৌদি আরবের আহ্বানে সাড়া দিয়ে ‘আপাতত সময়ের জন্য’ পাকিস্তানের সঙ্গে সংঘাত থামানো হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

মুত্তাকি বলেন, “গতকাল রাতে আমরা আমাদের সামরিক লক্ষ্য অর্জন করেছি। আমাদের বন্ধু কাতার এবং সৌদি আরব আহ্বান জানিয়েছে, এই দ্বন্দ্ব শেষ হওয়া উচিত। তাই এ মুহূর্তে আমাদের পক্ষ থেকে সংঘাত থামানো হয়েছে।”

তিনি আরও যোগ করেন, “পাকিস্তানের বেশিরভাগ মানুষ শান্তিপ্রিয় এবং আফগানিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক চান। পাকিস্তানের সাধারণ মানুষের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই।” তবে তিনি সতর্ক করে বলেন, “যখন আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কেউ হস্তক্ষেপের চেষ্টা করে তখন আমাদের জনগণ, সরকার প্রধান, আলেম এবং সব ধর্মীয় নেতা দেশের স্বার্থে এক হয়ে লড়াইয়ে এগিয়ে আসেন।” মুত্তাকি স্পষ্ট করে বলেন, “যদি পাকিস্তান ভালো সম্পর্ক এবং শান্তি না চায়, তাহলে আফগানিস্তানের হাতে অন্যান্য অপশনও আছে।”

উল্লেখ্য, গত শনিবার রাতভর আফগানিস্তান সীমান্তে ব্যাপক সংঘর্ষের পর হতাহতের সংখ্যা প্রকাশ করেছে পাকিস্তান। পাকিস্তান জানিয়েছে, তাদের সেনাদের হামলায় আফগান তালেবানের ২০০ জনের বেশি সৈন্য ও অন্যান্য যোদ্ধা নিহত হয়েছেন। এছাড়া আফগানদের হামলায় নিজেদের ২৩ সৈন্য নিহত হয়েছেন বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে।

রবিবার (১২ অক্টোবর) পাক সেনাবাহিনীর মিডিয়া উইং দাবি করেছে, “বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য অনুযায়ী এবং ক্ষয়ক্ষতি নিরূপণ করে দেখা গেছে, রাতের হামলায় তালেবান ও অন্যান্য ২০০ জনের বেশি যোদ্ধা নিহত হয়েছে।” অন্যদিকে, সকালে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেছিলেন, তাদের হামলায় ৫৮ পাক সেনা নিহত হয়েছেন এবং নিজেদের ৯ সেনা প্রাণ হারান।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত