ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২
ট্রাম্পের শান্তি প্রস্তাবে ইরানের কড়া নাকচ
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে চলমান বৈরিতার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন, ইসরায়েল ও ইরান একসঙ্গে সংলাপে বসে আঞ্চলিক শান্তির পথে এগোতে পারে। তবে ইরান এই প্রস্তাবকে পুরোপুরি নাকচ করেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্টভাবে জানিয়েছেন, কোনো অবস্থাতেই দেশটি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না। তিনি বলেন, ইসরায়েল দখলদার দেশ। তারা শিশু হত্যা ও গণহত্যাসহ জঘন্য অপরাধে জড়িত। তাই তাদের স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না।
ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, মধ্যপ্রাচ্যে একটি ‘নতুন ইতিহাস’ তৈরি হতে যাচ্ছে। তিনি মনে করছেন, যেসব দেশ একসময় যুদ্ধে লিপ্ত ছিল, এখন সংলাপের মাধ্যমে শান্তি প্রক্রিয়ায় অংশ নিচ্ছে। গাজা উপত্যকায় সাম্প্রতিক যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে শান্তি উদ্যোগকে এগিয়ে নিতে সহায়ক হবে।
তবে ইরানের প্রতিক্রিয়া পুরোপুরি নেতিবাচক। আরাঘচি বলেন, ইসরায়েল কখনোই শান্তির অংশ হতে পারে না। তারা বারবার যুদ্ধবিরতি ভঙ্গ করেছে এবং অতীতের অভিজ্ঞতায় ইসরায়েলের ওপর কোনো আস্থা রাখা যায় না।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু চুক্তি নিয়ে নতুন আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা আলোচনায় এসেছে। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি যৌথ বিবৃতিতে বলেন, তারা চায় দীর্ঘস্থায়ী ও নিরীক্ষাযোগ্য সমঝোতায় পৌঁছাতে যাতে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে।
কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করছি। এটি আমাদের জনগণের অধিকার। যুক্তরাষ্ট্র যদি তা সম্মান করে, তবেই নতুন আলোচনা সম্ভব।
তিনি আরও বলেন, ন্যায্য ও সুষম প্রস্তাব এলে বিবেচনা করা হবে, তবে একতরফা চাপের ভিত্তিতে কোনো আলোচনা হবে না।
এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। দেশটির জ্বালানি রফতানি বন্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের তথ্য অনুযায়ী, ইরানের পেট্রোলিয়াম ও এলপিজি রফতানিতে সহায়তা দেওয়া ৫০টিরও বেশি ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজ নিষিদ্ধ হয়েছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস: রোমাঞ্চকর ম্যাচটি চলছে-দেখুন সরাসরি (LIVE)