ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

পাকিস্তানের দখলে আফগানিস্তানের ১৯ সীমান্তপোস্ট

২০২৫ অক্টোবর ১২ ১০:৪৯:০৪

পাকিস্তানের দখলে আফগানিস্তানের ১৯ সীমান্তপোস্ট

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের সঙ্গে সীমান্তে ভয়াবহ সংঘর্ষের পর ১৯টি আফগান পোস্ট এখন পাকিস্তানের নিয়ন্ত্রণে। শনিবার রাতভর চলা গোলাগুলির পর এসব পোস্ট পাকিস্তান দখলে নিয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক সূত্র।

সংঘাতের পর আফগান সেনাদের বহু সদস্য নিহত ও আহত হয়েছেন, আর বাকি সদস্যরা পোস্ট ছেড়ে পালিয়ে গেছেন বলে দাবি করেছে পাকিস্তান।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, সংঘর্ষের কেন্দ্রবিন্দু ছিল সীমান্তবর্তী ডুরান মেলা, তুর্কমানজাই, শহিদান, কুনার ও চাগাই অঞ্চল। এসব পোস্ট থেকে আফগান বাহিনীর কর্মকর্তা ও সেনারা পালিয়ে গেলে রাতের অন্ধকারেই সেগুলোর নিয়ন্ত্রণ নেয় পাকিস্তান সেনা।

এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে পাকিস্তান তেহরিক-ই-তালিবানের (টিটিপি) নেতাদের আশ্রয় দেওয়ার অভিযোগে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। ওই হামলায় টিটিপি প্রধান নূর ওয়ালি মেসুদ নিহত হয়েছেন বলে গুঞ্জন রয়েছে। এছাড়া তার ঘনিষ্ঠ সহযোগী ক্বারী সাইফুল্লাহ মেসুদসহ কয়েকজন জঙ্গিও প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। শুক্রবার তারা জানায়, পাকিস্তান তাদের সার্বভৌমত্বের ওপর হামলা চালিয়েছে। এরই জের ধরে শনিবার রাতে আফগান সেনারা পাল্টা হামলা চালায় পাকিস্তানের সীমান্তবর্তী আঙ্গুর আড্ডা, বাজাউর, কুরম, দির, চিত্রাল ও বারামচা এলাকায়।

তবে পাকিস্তানের সেনাবাহিনীও আগেভাগে প্রস্তুত ছিল। আফগান বাহিনীর হামলার পরপরই পাল্টা আক্রমণ শুরু করে তারা, যার ফলেই ১৯টি আফগান পোস্টের নিয়ন্ত্রণ চলে যায় পাকিস্তানের হাতে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত