ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২

পূর্ণাঙ্গ বৃত্তি দিচ্ছে দোহা ইনস্টিটিউট, আবেদন যেভাবে

২০২৫ অক্টোবর ১০ ১৫:৩৬:০৭

পূর্ণাঙ্গ বৃত্তি দিচ্ছে দোহা ইনস্টিটিউট, আবেদন যেভাবে

শিক্ষা ডেস্ক: কাতারের দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজ ২০২৬ শিক্ষাবর্ষের জন্য পূর্ণাঙ্গ বৃত্তি ঘোষণা করেছে। দেশি-বিদেশি শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন, পাশাপাশি কাতারের সংস্কৃতি ও জীবনযাত্রার অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

দোহা ইনস্টিটিউট ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের বৃত্তি প্রদান করে আসছে প্রতিষ্ঠানটি। এবারও ‘তামিম’ ও ‘সানাদ’ নামে দুটি ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হবে।

বৃত্তির ধরন ও সুবিধা

**তামিম স্কলারশিপ (Tamim Scholarship)মেধার ভিত্তিতে প্রদান।

টিউশন ফি সম্পূর্ণ মওকুফ।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক সুবিধা।

মাসিক ভাতা ও স্বাস্থ্যবিমা।

**সানাদ স্কলারশিপ (SANAD Scholarship)অর্থনৈতিক প্রয়োজনের ভিত্তিতে শিক্ষার্থীদের জন্য।

টিউশন ফি ১০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত মওকুফ।

আবাসন, মাসিক ভাতা ও স্বাস্থ্যবিমা সুবিধা।

**পড়াশোনার বিষয়সমূহপাবলিক পলিসি

রাজনৈতিক বিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক

অর্থনীতি ও উন্নয়ন অর্থনীতি

মিডিয়া স্টাডিজ

দর্শন, ভাষাতত্ত্ব ও আরবি লেক্সিকোগ্রাফি

সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান ও মনোবিজ্ঞান

সংঘাত ব্যবস্থাপনা ও মানবিক সহায়তা

নিরাপত্তা অধ্যয়ন

সামাজিক কাজ

তুলনামূলক সাহিত্য

পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ও এক্সিকিউটিভ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন

**আবেদনের যোগ্যতাযেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

স্নাতক ডিগ্রি থাকতে হবে (শেষ বর্ষের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন)।

বয়সসীমা নেই।

চমৎকার একাডেমিক রেকর্ড থাকা আবশ্যক।

ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণপত্র (IELTS/TOEFL/DELF) অথবা বিশ্ববিদ্যালয় থেকে প্রদত্ত ইংরেজি প্রফিসিয়েন্সি সার্টিফিকেট।

**প্রয়োজনীয় কাগজপত্র

পাসপোর্ট/জাতীয় পরিচয়পত্রের কপি

স্নাতক ডিগ্রি বা চলমান শিক্ষার্থীদের ট্রান্সক্রিপ্ট

হালনাগাদ সিভি

সুপারিশপত্র (২টি)

পার্সোনাল স্টেটমেন্ট

আবেদনের শেষ তারিখ: ১৫ জানুয়ারি ২০২৬

আবেদনের প্রক্রিয়া

অনলাইনে আবেদন করতে হবে। ভর্তি বিভাগ থেকে প্রাথমিকভাবে প্রোগ্রামে গ্রহণযোগ্যতা নিশ্চিত হওয়ার পর স্কলারশিপ ফর্ম জমা দিতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের নাম পরে প্রকাশ করা হবে।অনলাইনে আবেদনের জন্য এই লিঙ্কে ভিজিট করুন।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের (১০ অক্টোবর) মুদ্রা বিনিময় হার

আজকের (১০ অক্টোবর) মুদ্রা বিনিময় হার

ডুয়া ডেস্ক: বাংলাদেশের আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সঙ্গে সঙ্গে বিদেশি মুদ্রার সঙ্গে টাকার বিনিময় হারও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিনের লেনদেনে ব্যবসায়ী... বিস্তারিত