ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

জাতিসংঘে ভারতের ‘ন্যায্য স্থান’ দাবি যুক্তরাজ্যের

২০২৫ অক্টোবর ০৯ ২০:৪৭:১২

জাতিসংঘে ভারতের ‘ন্যায্য স্থান’ দাবি যুক্তরাজ্যের

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের ‘ন্যায্য স্থান’ নিশ্চিত করা উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার। বৃহস্পতিবার মুম্বাইয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে এই সমর্থনের কথা জানান তিনি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আমরা ভারতকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তার যথাযথ স্থানে দেখতে চাই।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বর্তমানে ১৫ সদস্য রয়েছে। এর মধ্যে চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র স্থায়ী সদস্য হিসেবে ভেটো দেওয়ার ক্ষমতা ভোগ করে। বাকি ১০ সদস্য দুই বছরের জন্য অস্থায়ীভাবে নির্বাচিত হয় বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠী থেকে।

দীর্ঘদিন ধরেই নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদের দাবিতে সোচ্চার ভারত। গত কয়েক বছরে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, জাপান, ব্রাজিল ও আফ্রিকান ইউনিয়ন ভারতের এই দাবিকে সমর্থন জানিয়েছে। রাশিয়াও তাদের পক্ষে অবস্থান নিয়েছে। সম্প্রতি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব বাড়াতে মস্কো ভারতের আবেদনকে সমর্থন করছে।

২০২৩ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও ভারতের এই অবস্থানকে ‘বুঝতে পারার মতো’ বলে মন্তব্য করেছিলেন। তবে তার ভাষায়, স্থায়ী সদস্যপদ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সদস্য রাষ্ট্রগুলোর উপরই নির্ভর করছে।

বর্তমানে নিরাপত্তা পরিষদের একমাত্র এশীয় স্থায়ী সদস্য দেশ হলো চীন—যার সঙ্গে ভারতের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ঐতিহাসিকভাবে টানাপোড়েনের। তবে সাম্প্রতিক সময়ে বৈশ্বিক বাণিজ্য ও ভূরাজনীতির পরিবর্তনে দুই দেশের সম্পর্কোন্নয়নের ইঙ্গিতও পাওয়া যাচ্ছে।

গত বছরের অক্টোবরে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বলেন, ন্যায়সঙ্গত বৈশ্বিক কাঠামো গড়তে জাতিসংঘসহ পুরনো সংস্থাগুলোর সংস্কার অপরিহার্য।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত