ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

সিরিয়াকে হারিয়ে বাছাইপর্বের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ

২০২৫ অক্টোবর ০৮ ০২:০৪:৩৭

সিরিয়াকে হারিয়ে বাছাইপর্বের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান নারী চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের আগে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রস্তুতি ম্যাচে সিরিয়াকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। মঙ্গলবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল সাইফুল বারী টিটুর দল, বিরতির পর আরও একটি গোল করে জয় নিশ্চিত করে।

দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে আগামী ৯ অক্টোবর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে অর্পিতা বিশ্বাসরা। এরপর বাছাইপর্ব খেলতে জর্ডান যাবে দলটি, যেখানে ১৩ অক্টোবর স্বাগতিকদের বিপক্ষে এবং ১৭ অক্টোবর চাইনিজ তাইপের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত