ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২
আগারগাঁও ছাড়ছে বিএসইসি, মেগা কমপ্লেক্স হবে পূর্বাচলে

হাসান মাহমুদ ফারাবী
রিপোর্টার

হাসান মাহমুদ ফারাবী: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাদের বর্তমান সদর দপ্তরের বয়স মাত্র আট বছর হলেও, এবার পূর্বাচলে তিন একর জমির জন্য আবেদন করেছে। ৬০ কোটি টাকা ব্যয়ে নির্মিত আগারগাঁওয়ের দশ তলা ভবনটি এখন কমিশনের আধুনিক কার্যক্রম ও ক্রমবর্ধমান জনবলের জন্য যথেষ্ট নয়। শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থাটি উন্নত সুযোগ-সুবিধাসম্পন্ন একটি অত্যাধুনিক অফিস কমপ্লেক্স তৈরি করতে চায়।
রাজউক-এর পূর্বাচল নিউ টাউন প্রকল্পে জমি চেয়ে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে বিএসইসি জানিয়েছে, তীব্র স্থান সংকট, অফিসারদের জন্য অপর্যাপ্ত কক্ষ এবং পার্কিং সুবিধার অভাব তাদের নিয়ন্ত্রক ও উন্নয়নমূলক কার্যক্রমকে ব্যাহত করছে।
বর্তমানে ৩৬৯ জন অনুমোদিত জনবল নিয়ে কাজ করা বিএসইসি অদূর ভবিষ্যতে অতিরিক্ত ৩০১টি পদ অনুমোদনের প্রত্যাশা করছে। কমিশনের এক কর্মকর্তা জানান, জনবল বাড়লে বর্তমান ভবনে সংকটের তীব্রতা আরও বাড়বে। তিনি বলেন, শেয়ারবাজারের তদারকি জোরদার করতে জনবল বৃদ্ধি অপরিহার্য, কিন্তু এখন অনেক অফিসারের জন্য ডেস্কও নেই।
নতুন ভবনের প্রয়োজনীয়তার পেছনে শুধু জনবলের চাপই নয়, রয়েছে শেয়ারবাজারের উন্নয়নের বৃহত্তর পরিকল্পনা। বিএসইসি নিজস্ব প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠা করতে এবং বন্ড, ডেরিভেটিভস, কমোডিটি এক্সচেঞ্জ, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট (আরইআইটিএস) সহ শেয়ারবাজারের প্রোডাক্ট বেস সম্প্রসারণ করতে চাইছে। এসব উদ্যোগের সফল বাস্তবায়নের জন্য অতিরিক্ত স্থান এবং আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা প্রয়োজন।
কমিশন জানায়, ২০১৩ সালে তারা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনস (আইওএসসিও)-এর 'এ' ক্যাটাগরির সদস্য হয়েছে। কিন্তু স্থানের সীমাবদ্ধতার কারণে তারা জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের উপযোগী আধুনিক মিলনায়তন তৈরি করতে পারেনি। এমনকি, পর্যাপ্ত পার্কিং জায়গার অভাবে পাশের বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি থেকে পার্কিং ভাড়া নিতে হচ্ছে।
চিঠিতে বিএসইসি দৃঢ়ভাবে জানিয়েছে যে, "দেশের শেয়ারবাজারের আকার বাড়ছে, এবং এর নিয়ন্ত্রণ, উন্নয়ন ও বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে কমিশনের স্থায়ী জনবল কাঠামো বাড়ানো অপরিহার্য।"
বিএসইসি বিশ্বাস করে, একটি অত্যাধুনিক সদর দপ্তর নির্মাণ করা সম্ভব হলে তারা আরও দক্ষতার সাথে এবং কার্যকরভাবে বিনিয়োগকারীদের সেবা দিতে সক্ষম হবে, যা বাংলাদেশের শেয়ারবাজারকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সহায়ক হবে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, সরাসরি দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারের ৮ কোম্পানি
- ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে তালিকাভুক্ত কোম্পানি
- আফগানিস্তান বনাম বাংলাদেশ, সরাসরি দেখবেন যেভাবে
- শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি চেয়ারম্যানের যুগান্তকারী ঘোষণা
- নয় কোম্পানির শেয়ারে মুভিং এভারেজ,ম্যাকডি, এঙ্গালফিং বাই সিগনাল
- ডুবছে ওষুধের দুই কোম্পানি, বিনিয়োকারীদের কপালে চিন্তার ভাজ
- RSI এলার্ট: ১০ শেয়ারে বিপদ সংকেত
- সাত কোম্পানির শেয়ারে কারসাজির গন্ধ!
- শেয়ারবাজার বিনিয়োগকারীদের প্রতারণার চাঞ্চল্যকর তথ্য ফাঁস
- মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা
- উৎপাদন বন্ধ চার কোম্পানির শেয়ার নিয়ে সতর্কতা জারি
- জেডে নেমে তিন শেয়ারের ধস, বিনিয়োগকারীদের নিঃস্ব হওয়ার শঙ্কা
- ডিভিডেন্ড ঘোষণা করবে ২ কোম্পানি
- শেয়ারবাজার নিয়ে অর্থনীতির দুই শীর্ষ নেতার কড়া সমালোচনা