ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২
দলে ৩৩% নারী প্রতিনিধি না হলে ব্যবস্থা: ইসি
নিজস্ব প্রতিবেদক:নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে রাজনৈতিক দলগুলো যদি ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ব্যর্থ হয় তাহলে তাদের আর সময়সীমা বাড়ানো হবে না। নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে না পারলে দলের নিবন্ধনের বিষয়টি পুনরায় বিবেচনা করা যেতে পারে বলেও জানান তিনি।
মঙ্গলবার (৭ অক্টোবর) নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত এক সংলাপে তিনি এসব কথা বলেন।
সভায় চিফ ইলেকশন কমিশনারের (সিইসি) সভাপতিত্বে চারজন কমিশনার, ইসির ভারপ্রাপ্ত সচিব কেএম আলী নেওয়াজ ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নিজেস্ব উদ্যোগে “নিজেরা করি” সমন্বয়কারী খুশী কবীর, বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী ডা. ফাওজিয়া মোসলেম, নারী নেত্রী শিরিন হক, বাংলাদেশ মহিলা পরিষদ সাধারণ সম্পাদক মালেকা বানু, উইম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিষ্টি আশরাফুন নাহারসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন।
ইসি সানাউল্লাহ বলেন, প্রতিবন্ধীরা ঘরে বসে ভোট দিতে পারার প্রস্তাব খুবই যুক্তিসঙ্গত। যদি রাজনৈতিক দলগুলো ২০৩০ সালের পর ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে না পারে, তাদের আর সময়সীমা বাড়ানো হবে না। নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে না পারলে দলের পুনঃনিবন্ধনের প্রক্রিয়া নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী পুনর্বিবেচনা করা হবে। এতে রাজনৈতিক দলগুলো আরও সচেতন হবে।
তিনি আরও বলেন, প্রবাসী ভোটের সংখ্যা যদিও বেশি নয়, তবে প্রক্রিয়াটি শুরু করা জরুরি। গুজব ও মিথ্যা তথ্যের ক্ষেত্রে সোর্স ট্রেস করা সবসময় সম্ভব নয়, কারণ অনেক সোর্স দেশের বাইরে থাকে। সঠিক তথ্যের মাধ্যমে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন মোকাবিলা করা হবে। তিনি উল্লেখ করেন, রোমানিয়ার মতো দেশও পুরো নির্বাচনে অপতথ্য প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছে।
নির্বাচনে এআই-এর সম্ভাব্য হুমকির বিষয়েও ইসি সতর্ক করেছেন। তিনি বলেন, এআই প্রতিরোধে কোনো কমিশনই এখন পর্যন্ত পুরোপুরি কার্যকর হতে পারেনি। কিছু সীমাবদ্ধতা মোকাবিলা করতে হবে, যা গত তিনটি নির্বাচনের অভিজ্ঞতা থেকে উদ্ভূত।
এছাড়া ইসি জানান, অনেক পর্যবেক্ষক সংস্থা যোগ্য হলেও পূর্ববর্তী নির্বাচনে কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারেনি, তাই এবার তাদের পর্যবেক্ষক হিসেবে রাখা হয়নি।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ আজকের খেলাটি সরাসরি (LIVE) দেখুন এখানে
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: ২ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আর্জেন্টিনার খেলা, সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: খেলাটি সরাসরি (LIVE) দেখুন
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: ২৫ মিনিটে গোল-সরাসরি দেখুন
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ: নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ-দেখে নিন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ১ম টি-20: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)