ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২
উৎপাদন বন্ধ চার কোম্পানির শেয়ার নিয়ে সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার বিশ্লেষকরা বাজারের সম্ভাব্য কারসাজি নিয়ে কঠোর সতর্কতা জারি করেছেন। কারণ হিসেবে তাঁরা উৎপাদন বন্ধ বা স্থগিত থাকা চারটি তালিকাভুক্ত কোম্পানির বাজারে ক্রমাগত লেনদেন চালিয়ে যাওয়াকে চিহ্নিত করেছেন। ইউএনবি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
শেয়ারবাজার বিশ্লেষকদের মতে, উৎপাদন বন্ধ বা স্থগিত থাকার অর্থ হলো এই কোম্পানিগুলো কোনো রাজস্ব তৈরি করছে না। তাই এই ধরনের সংস্থায় বিনিয়োগের পরামর্শ দেওয়া উচিত নয়। তাঁরা বিশেষভাবে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে এই ধরনের কোম্পানিগুলো সম্পর্কে অত্যন্ত সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন।
ঢাকা শেয়ারবাজারের দীর্ঘদিনের বিনিয়োগকারী তারিকুল ইসলাম বলেন, "দ্রুত মুনাফার জন্য অনেক ব্যবসায়ী জেনেশুনেই এই ঝুঁকিপূর্ণ কোম্পানিগুলোতে বিনিয়োগ করতে পারে।" তাঁর মতে, এসব ব্যবসায়ীদের কারো কারো কাছে ভেতরের তথ্য (insider information) থাকতে পারে, যা তাদের সঠিক সময়ে কেনা-বেচার সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তিনি আরও যোগ করেন, "কিন্তু দ্রুত অর্থ উপার্জনের লোভে পড়ে ছোট বিনিয়োগকারীরা প্রায়শই তাদের বিনিয়োগ নিয়ে ফাঁদে আটকা পড়েন।"
উদাহরণস্বরূপ, কোভিড-১৯ মহামারির পর থেকে ধুঁকতে থাকা অ্যারামিট সিমেন্ট লিমিটেডের প্রতিটি শেয়ার বর্তমানে ১১ টাকা ৭০ পয়সায় লেনদেন হচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাম্প্রতিক পরিদর্শনে দেখা গেছে, গত জুলাইয়ের আগে থেকেই সিমেন্ট কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। ডিএসই থেকে বারবার সতর্ক করা সত্ত্বেও কোম্পানিটির শেয়ার লেনদেন অব্যাহত থাকে, যেখানে ২৪ আগস্ট এবং ৩ সেপ্টেম্বর উল্লেখযোগ্য লেনদেন রেকর্ড করা হয়েছিল।
শেয়ার কারসাজির ঘটনা থাকা সত্ত্বেও নিউ লাইন ক্লথিংস লিমিটেডের শেয়ার লেনদেনও অব্যাহত ছিল। বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার প্রায় ৫ টাকায় লেনদেন হচ্ছে, অথচ এক বছর আগে শেয়ারের দাম ২৬ টাকায় উঠেছিল। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক তদন্তে জানা গেছে, ২০২১ সালে নিউ লাইন শেয়ারকে কেন্দ্র করে শত শত কোটি টাকার কারসাজি হয়েছিল। এই বছরের সেপ্টেম্বরে, বিএসইসি নিউ লাইন শেয়ার কারসাজিতে জড়িত থাকার জন্য পাঁচজন বিনিয়োগকারীকে ১৩ কোটি ৩৩ লাখ টাকা জরিমানা করেছে।
নিউ লাইন শেয়ারগুলো জেড-ক্যাটাগরিতে সক্রিয়ভাবে লেনদেন হতে থাকে, যা কোম্পানিটির শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দিতে ব্যর্থতা নির্দেশ করে। বর্তমানে নিউ লাইন শেয়ারের ৩০% কোম্পানির স্পন্সর এবং পরিচালকদের হাতে রয়েছে, বাকি ৭০% শেয়ার প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত বিনিয়োগকারীদের মালিকানাধীন।
মতিঝিলভিত্তিক একটি ব্রোকারেজ হাউসের শাখা ব্যবস্থাপক আসাদুজ্জামান আসাদ বলেন, "এই ধরনের স্টকগুলো বিনিয়োগকারীদের জন্য কাঁটার মতো।" তিনি নিয়ন্ত্রণ সংস্থাকে একটি বাধ্যতামূলক বাইব্যাক আইন চালু করার পরামর্শ দেন, যা অ-কার্যকর কোম্পানিগুলোকে তাদের শেয়ার আবার কিনে নিতে বাধ্য করবে।
আরেকটি অ-কার্যকর কোম্পানি, নূরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেডের শেয়ারের দাম গত এক বছরে ২ টাকা ৪০ পয়সা থেকে ৫ টাকার মধ্যে ওঠানামা করেছে। গত জুলাই মাস থেকে এর কার্যক্রম স্থগিত থাকা সত্ত্বেও, এর শেয়ার লেনদেন চলছে।
এই ধরনের কোম্পানিগুলোতে বিনিয়োগকারীদের আগ্রহের কারণ প্রসঙ্গে কিছু ব্যবসায়ী জানান, পূর্বে ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীরা তাদের আর্থিক পুনরুদ্ধার করতে মরিয়া। একজন বিনিয়োগকারী মন্তব্য করেন, "কম দামের শেয়ারগুলো বিশেষ করে ছোট বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে। অনেকেই মনে করেন, কম বিনিয়োগে বেশি মুনাফা পাওয়ার জন্য ঝুঁকি নেওয়া উচিত।"
রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (আরএসআরএমএল)-এর উৎপাদনও বছরের শুরু থেকে বন্ধ রয়েছে। তা সত্ত্বেও, কোম্পানিটির শেয়ার এখনও লেনদেন হচ্ছে, যদিও এক বছরে এর দাম ১৫ টাকা থেকে ৮ টাকায় নেমে এসেছে।
শেয়ারবাজার বিশ্লেষকরা সতর্ক করেছেন যে এই ধরনের অ-কার্যকর সংস্থাগুলির অব্যাহত উপস্থিতি বাজারের স্থিতিশীলতার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করে।
ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, "বিগত ১৫ বছরে, অনেক দুর্বল কোম্পানিকে আইপিও অনুমোদন দেওয়া হয়েছিল। কিছু কোম্পানি উৎপাদন বন্ধ করে দিয়েছে বা এমনকি উধাও হয়ে গেছে। এই ধরনের কোম্পানিগুলোকে তালিকাভুক্তির অনুমতি দেওয়ায় বাজারে ভালো মানের কোম্পানি আসতে নিরুৎসাহিত হয়েছে এবং কারসাজিকারীরা অবাধ সুযোগ পেয়েছে।"
তবে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান আবু আহমেদ এখনও আশাবাদী। তিনি বলেন, আগামী বছর বেশ কয়েকটি মৌলিকভাবে শক্তিশালী কোম্পানি তালিকাভুক্ত হবে বলে আশা করা হচ্ছে। তিনি যোগ করেন, "একবার ভালো কোম্পানিগুলো বাজারে এলে বিনিয়োগকারীদের আস্থা স্বাভাবিকভাবেই বাড়বে। শেয়ারবাজার প্রাণবন্ত হয়ে উঠবে।" সূত্র: ইউএনবি
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, সরাসরি দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারের ৮ কোম্পানি
- বাংলাদেশ বনাম ইংল্যান্ড, সরাসরি দেখবেন যেভাবে
- শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি চেয়ারম্যানের যুগান্তকারী ঘোষণা
- ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে তালিকাভুক্ত কোম্পানি
- আফগানিস্তান বনাম বাংলাদেশ, সরাসরি দেখবেন যেভাবে
- নয় কোম্পানির শেয়ারে মুভিং এভারেজ,ম্যাকডি, এঙ্গালফিং বাই সিগনাল
- ডুবছে ওষুধের দুই কোম্পানি, বিনিয়োকারীদের কপালে চিন্তার ভাজ
- RSI এলার্ট: ১০ শেয়ারে বিপদ সংকেত
- সাত কোম্পানির শেয়ারে কারসাজির গন্ধ!
- উৎপাদন বন্ধ চার কোম্পানির শেয়ার নিয়ে সতর্কতা জারি
- জেডে নেমে তিন শেয়ারের ধস, বিনিয়োগকারীদের নিঃস্ব হওয়ার শঙ্কা
- মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা
- ডিভিডেন্ড ঘোষণা করবে ২ কোম্পানি
- ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে জাপান, আবেদন করবেন যেভাবে