ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

ডিভিডেন্ড ঘোষণা করবে ৩ কোম্পানি

২০২৫ অক্টোবর ০৭ ২০:০৬:৪৫

ডিভিডেন্ড ঘোষণা করবে ৩ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো- এপেক্স ট্যানারি, খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ এবং লঙ্কাবাংলা ফাইন্যান্স। সভায় কোম্পানিগুলোর মধ্যে এপেক্স ট্যানারি ও খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডাদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। আর লঙ্কাবাংলা ফাইন্যান্স ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডাদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে এপেক্স ট্যানারির বোর্ড সভা আগামী ১৪ অক্টোবর বিকাল বিকাল ৪টায় ও লঙ্কাবাংলা ফাইন্যান্সের বিকাল ৩টায় এবং খান ব্রাদার্সের ২১ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

এপেক্স ট্যানারি ২০২৪ সালে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আর খান ব্রাদার্স দিয়েছিল ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড। এছাড়া, লঙ্কাবাংলা ২০২৩ সালে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের প্রথম ৯ মাসে বা তিন প্রান্তিকে (জুলাই’২৪ থেকে মার্চ’২৫) এপেক্স ট্যানারির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১২ টাকা ৪৬ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ২ টাকা ৪৭ পয়সা।

৩১ মার্চ, ২০২৫ সমাপ্ত অর্থবছরের প্রথম ৯ মাসে বা তিন প্রান্তিকে (জুলাই’২৪ থেকে মার্চ’২৫) খান ব্রাদার্সের শেয়ারপ্রতি আয় হয়েছে ১৫ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৫ পয়সা।

এছাড়া, ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের প্রথম ৯ মাসে বা তিন প্রান্তিকে (জানুয়ারি’২৪ থেকে সেপ্টেম্বর’২৪) লঙ্কাবাংলা ফাইন্যান্সের ইপিএস হয়েছে ৬৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩৯ পয়সা।

এসএ খান/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত