ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

রাকসু নির্বাচন: ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

২০২৫ অক্টোবর ০৮ ০০:১৮:১৮

রাকসু নির্বাচন: ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে ঘিরে শাখা ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‌‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ এবং ছাত্রদল মনোনীত প্যানেল ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ একে-অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ও বিকালে প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন দুই প্যানেলের প্রার্থীরা।

ছাত্রশিবির সমর্থিত প্যানেলের অভিযোগ অনুযায়ী, ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন ১৫ সেপ্টেম্বর আরবি বিভাগের শিক্ষার্থীদের ক্লাসে প্রচারণা চালিয়েছেন এবং ১৮ সেপ্টেম্বর পাঁচ হাজার টাকা দিয়েছেন। এছাড়াও, নির্ধারিত সময়সীমার বাইরে প্রচারণা এবং ভোটার নন এমন ব্যক্তিদের প্রচারণায় অংশগ্রহণের অভিযোগও আনা হয়েছে। লিখিত অভিযোগে বলা হয়েছে, ছাত্রদলের প্যানেল একাধিক ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনি পরিবেশ ক্ষুণ্ণ করছে।

অপরদিকে, ছাত্রদল সমর্থিত প্যানেলের অভিযোগ হলো, শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা ও তাদের পৃষ্ঠপোষকতায় সমর্থকরা বিভিন্ন হল ও বিভাগে ভোটারদের খাবার ও বিশেষ উপহার দিচ্ছেন, যা নির্বাচনি লেভেল প্লেয়িং ফিল্ডকে বিনষ্ট করছে এবং আচরণবিধির পরিপন্থী।

অভিযোগ জানানোর সময় সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ও জিএস প্রার্থী ফাহিম রেজাসহ অন্যান্য প্রার্থী উপস্থিত ছিলেন। অন্যদিকে, ছাত্রদল সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’র ভিপি পদপ্রার্থী শেখ নুর উদ্দিন আবির ও জিএস পদপ্রার্থী নাফিউল ইসলাম জীবনসহ অন্যান্য পদপ্রার্থী উপস্থিত ছিলেন।

এদিকে, মঙ্গলবার সকাল থেকে আচরণবিধি লঙ্ঘন করে ছাত্রদল মনোনীত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী নূর নবীর পক্ষে তার মা ক্যাম্পাসে প্রচারণা চালান। রাকসু নির্বাচনের আচরণবিধির ৪ ধারার ‘গ’ উপধারা অনুযায়ী, প্রার্থী ও ভোটার ব্যতীত অন্য কেউ কোনোভাবেই কোনও প্রার্থীর পক্ষে বা বিপক্ষে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচারণা চালাতে পারবে না। এ বিষয়ে নূর নবী দাবি করেছেন যে তার মা ক্যাম্পাসে ঘুরতে এসেছিলেন এবং কারও কাছে ভোট চাননি, শুধু দোয়া চেয়েছেন।

সার্বিক বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম বলেছেন, উভয় প্যানেলের অভিযোগগুলো তারা খতিয়ে দেখবেন। মায়ের প্রচারণায় অংশ নেওয়ার বিষয়ে তিনি বলেন, "একজনের মা ক্যাম্পাসে আসতেই পারেন। কিন্তু ঘুরে ঘুরে প্রচারণায় অংশ নিলে তো আচরণবিধি লঙ্ঘন করেছেন। এ বিষয়েও আমরা খোঁজ নিয়ে দেখবো।"

উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ১৬ অক্টোবর রাকসু, হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত