ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২
ডুবছে ওষুধের দুই কোম্পানি, বিনিয়োকারীদের কপালে চিন্তার ভাজ
মোবারক হোসেন: ধারাবাহিক লোকসান বাড়ছে এবং দর কমছে ওষুধ ও রসায়ন খাতের দুই কোম্পানি। কোম্পানি দুটি হলো- সেন্টাল ফার্মা এবং সিলভা ফার্মা। কোম্পানি দুটির দর ধারাবাহিকভাবে কমে ফেসভ্যালুর কাছাকাছি অবস্থান করছ্। কোম্পানিগুলোর শেয়ারে বিনিয়োগকারীদের লোকসানে বেড়েই চলেছে। আগামী দিনগুলোতে কোম্পানি দুটির দর কমে ফেসভ্যালুর নিচে নেমে আসার আশঙ্কা করছে বিনিয়োগকারীরা।
ডিএসই ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুযায়ী, কোম্পানি দুটির মধ্যে সবচেয়ে বেশি খারাপ অবস্থায় রয়েছে সেন্ট্রাল ফার্মা। গত এক মাস ধরেই ধারাবাহিকভাবে শেয়ারটির দর কমছে। এর ফলে আজ কোম্পানিটির শেয়ার দর ১০ টাকায় দাঁড়িয়েছে, যা গত এক মাসের মধ্যে সর্বনিম্ন। আর একদিন শেয়ারটির দর কমলেই ফেসভ্যালুর নিচে নেমে যাবে। এর আগেও কোম্পানিটির শেয়ার ফেসভ্যালুর নিচে লেনদেন হয়েছে।
কোম্পানিটি সর্বশেষ ২০১৯ সালে ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। গত ৫ বছর ধরে কোন ডিভিডেন্ড দেয়নি। এতে শেয়ারটির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমেছে উল্লেখযোগ্য হারে। গত ২ বছরের মধ্যে কোম্পানিটির সর্বোচ্চ দর ছিল ৩৩ টাকা ৩০ পয়সা।
সর্বশেষ প্রকাশিত ৩টি প্রান্তিকেই ধারাবাহিকভাবে লোকসান দেখিয়েছে কোম্পানিটি। যার মধ্যে কোম্পানিটি প্রথম প্রান্তিকে শুন্য শেয়ারপ্রতি শুন্য ৪ পয়সা, দ্বিতীয় প্রান্তিকে ১৪ পয়সা এবং তৃতীয় প্রান্তিকে ১০ পয়সা শেয়ারপ্রতি লোকসান দেখিছে। তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকাসানের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ পয়সা। ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত তৃতীয় প্রান্তিকে আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬ টাকা ৮২ পয়সা।
২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘জেড’ ক্যাটাগরির সেন্ট্রাল ফার্মার অনুমোদিত ও পরিশোধিত মুলধন যথাক্রমে- ৩০০ কোটি টাকা এবং ১১৯ কোটি ৮০ লাখ ১০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ কোটি ২৭ লাখ টাকা। কোম্পানিটির ১১ কোটি ৯৮ লাখ ৮৪৪টি শেয়ারের মধ্যে ৭.৬৭ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৭.৮৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৮৪.৪৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
এদিকে, গত এক মাস ধরেই দর কমছে সিলভা ফার্মার। এর ধারাবাহিকতায় আজ কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে, যা গত এক মাসের মধ্যে সর্বনিম্ন। এভাবে কমতে থাকলে খুব শিগগিরই শেয়ারটির দর ফেসভ্যালুর নিচে নেমে যাবে। এর আগে এটিও ফেসভ্যালুর নিচে লেনদেন হয়েছে।
কোম্পানিটি সর্বশেষ ২০২৪ সালে ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। গত ২ বছরের মধ্যে কোম্পানিটির সর্বোচ্চ দর ছিল ২১ টাকা ৬০ পয়সা।
সর্বশেষ প্রকাশিত ৩টি প্রান্তিকেই ধারাবাহিকভাবে লোকসান দেখিয়েছে। যার মধ্যে কোম্পানিটি প্রথম প্রান্তিকে শুন্য শেয়ারপ্রতি ২৪ পয়সা, দ্বিতীয় প্রান্তিকে ১৯ পয়সা এবং তৃতীয় প্রান্তিকে ১৪ পয়সা শেয়ারপ্রতি লোকসান দেখিছে। তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকাসানের পরিমাণ দাঁড়িয়েছে ৫৭ পয়সা। ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত তৃতীয় প্রান্তিকে আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৯১ পয়সা।
২০১৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘বি’ ক্যাটাগরির সিলভা ফার্মার অনুমোদিত ও পরিশোধিত মুলধন যথাক্রমে- ১৫০ কোটি টাকা এবং ১৩৬ কোটি ৫০ লাখ টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৮৯ কোটি ১০ লাখ টাকা। কোম্পানিটির ১৩ কোটি ৬৫ লাখ শেয়ারের মধ্যে ৪৫.২১ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৮.৭১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.০১ শতাংশ বিদেশি এবং ৩৬.০৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: প্রথম দিনের খেলা শেষ, জানুন স্কোর
- দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- বিএসইসির সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর