ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২
নিষেধাজ্ঞার পর আইএইএ'র সঙ্গে সম্পর্ক নিয়ে যা বলল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ঘোষণা করেছে, পশ্চিমা দেশগুলোর চাপিয়ে দেওয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পর জাতিসংঘের পারমাণবিক সংস্থা (আইএইএ)-এর সঙ্গে তাদের সহযোগিতা আর কোনো অর্থ বহন করে না। রবিবার (৫ অক্টোবর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট জানিয়ে দেন, কায়রো চুক্তির অধীনে গঠিত সহযোগিতার ভিত্তি পশ্চিমাদের সিদ্ধান্তে ভেঙে পড়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
গত সেপ্টেম্বর ইরান ও আইএইএর মধ্যে হওয়া এক চুক্তিতে আন্তর্জাতিক পরিদর্শকদের পুনরায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশাধিকার দেওয়ার কথা ছিল। কিন্তু সম্প্রতি ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ২০১৫ সালের পারমাণবিক চুক্তির অংশীদার হয়েও জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের সিদ্ধান্ত নেয়। আরাঘচি বলেন, “তিন ইউরোপীয় দেশ ভেবেছিল নিষেধাজ্ঞার হুমকি দিয়ে তারা আমাদের ওপর চাপ সৃষ্টি করতে পারবে। কিন্তু বাস্তবে তারা নিজেদের কূটনৈতিক প্রভাবই হারিয়েছে।”
তিনি জানান, এই অবস্থায় কায়রো চুক্তি ইরানের কাছে অর্থহীন হয়ে গেছে এবং ভবিষ্যতের পারমাণবিক আলোচনায় ইউরোপীয় তিন দেশের ভূমিকা উল্লেখযোগ্যভাবে কমে যাবে।
ইরান বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল বেসামরিক উদ্দেশ্যে, এবং এটি পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তি (এনপিটি)-এর অধীনে তাদের অধিকার। যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো অভিযোগ করছে, তেহরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে ‘লাল রেখা’ হিসেবে ঘোষণা করেছে।
ইরানের সংসদে এনপিটি থেকে বেরিয়ে আসার প্রস্তাব উঠলেও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, দেশটি এখনো ওই চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
আরাঘচি জানান, আইএইএর সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে তেহরানের সিদ্ধান্ত শিগগির ঘোষণা করা হবে। তবে কূটনীতির পথ এখনও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি বলেও তিনি ইঙ্গিত দেন।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে ইরান ও যুক্তরাষ্ট্র নতুন এক পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা শুরু করেছিল। কিন্তু জুনে ইসরায়েলের ইরানের পারমাণবিক, সামরিক ও আবাসিক স্থাপনায় হামলার পর সেই আলোচনা স্থগিত হয়ে যায়। তেহরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র কূটনৈতিক প্রচেষ্টা ব্যাহত করছে এবং আলোচনায় ফেরার আগে ইরানের অধিকার স্বীকৃতি ও নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে।
ইরান বারবার বলেছে, তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। অন্যদিকে ইসরায়েলকে দীর্ঘদিন ধরে একটি অঘোষিত পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে ধরা হয়, যার কাছে বহু পারমাণবিক বোমা রয়েছে বলে ধারণা।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম ইংল্যান্ড, সরাসরি দেখবেন যেভাবে
- শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি চেয়ারম্যানের যুগান্তকারী ঘোষণা
- ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে তালিকাভুক্ত কোম্পানি
- আফগানিস্তান বনাম বাংলাদেশ, সরাসরি দেখবেন যেভাবে
- ডুবছে ওষুধের দুই কোম্পানি, বিনিয়োকারীদের কপালে চিন্তার ভাজ
- সাত কোম্পানির শেয়ারে কারসাজির গন্ধ!
- RSI এলার্ট: ১০ শেয়ারে বিপদ সংকেত
- শেয়ারবাজারের কোম্পানিতে কারসাজির গন্ধ! তদন্তে নেমেছে বিএসইসি
- উৎপাদন বন্ধ চার কোম্পানির শেয়ার নিয়ে সতর্কতা জারি
- ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে জাপান, আবেদন করবেন যেভাবে
- জেডে নেমে তিন শেয়ারের ধস, বিনিয়োগকারীদের নিঃস্ব হওয়ার শঙ্কা
- মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা
- বিনিয়োগকারীদের সুরক্ষায় বিএসইসির বড় পদক্ষেপ, আসছে নতুন নিয়ম
- ডিভিডেন্ড ঘোষণা করবে ২ কোম্পানি