ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

বাশারের পতনের পর সিরিয়ায় প্রথম পরোক্ষ নির্বাচন

২০২৫ অক্টোবর ০৫ ১৭:১৩:২২

বাশারের পতনের পর সিরিয়ায় প্রথম পরোক্ষ নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক :সিরিয়ায় বাশার আল-আসাদের পতনের পর আজ রোববার (৫ অক্টোবর) প্রথমবারের মতো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে দেশটির সাধারণ জনগণ সরাসরি ভোট দিচ্ছে না। এই নির্বাচনে পার্লামেন্টের ১৪০টি আসনের প্রতিনিধি বেছে নেওয়া হবে দেশের ৬০টি জেলার ৭ হাজার ইলেক্টোরাল কলেজ সদস্যের মাধ্যমে।

এই ইলেক্টোরাল কলেজের সদস্যদেরও নির্বাচিত করা হয়েছে। নির্বাচনের জন্য নির্বাচিত সদস্যদের মধ্যে তারা যেসব প্রার্থী ভোটার হতে আবেদন করেছিলেন, তাদের মধ্য থেকে পুনর্নির্বাচিত হয়েছেন। পার্লামেন্টের মোট ২১০টি আসনের মধ্যে ১৪০টি আসনই এই মাধ্যমে পূরণ হবে, যেখানে প্রতিটি জেলার জনসংখ্যার ভিত্তিতে আসন ভাগ করা হয়েছে। বাকি ৭০ আসনের জন্য অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সরাসরি নিয়োগ দেবেন।

সব প্রার্থীই ইলেক্টোরাল কলেজ থেকে নির্বাচিত এবং স্বতন্ত্র হিসেবে অংশ নিচ্ছেন। কারণ বাশার আল-আসাদের পতনের পর নতুন কর্তৃপক্ষ দেশটির সব রাজনৈতিক দল ভেঙে দিয়েছে এবং নতুন দলের নিবন্ধনের প্রক্রিয়া এখনও চালু হয়নি। নতুন সরকারের জন্য পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ সদস্য বেছে নেবে এই নির্বাচনী পরিষদ।

১৩ বছর ধরে চলা ভয়াবহ গৃহযুদ্ধের পর, প্রায় ১০ মাস আগে শারার নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠীর কাছে ক্ষমতাচ্যুত হন দীর্ঘদিনের শাসক আসাদ। এই ঘটনার পরই দেশটিতে প্রথমবারের মতো নতুন সরকার গঠনের প্রস্তুতি শুরু হয়েছে। তবে ভোটারদের বড় অংশ এই পরোক্ষ নির্বাচনের প্রক্রিয়াকে অগণতান্ত্রিক মনে করছে।

গত মার্চ মাসে সিরিয়ায় একটি নতুন সাংবিধানিক ঘোষণা জারি করা হয়। এতে আল-শারার নেতৃত্বাধীন সরকারের কার্যপ্রণালী ও কিছু নীতিনির্দেশনা নির্ধারণ করা হয়েছে। ঘোষণায় ইসলামি আইনকে গুরুত্ব দেওয়া হলেও নারীর অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার নিশ্চয়তাও রাখা হয়েছে।

তবে সমালোচকেরা আশঙ্কা প্রকাশ করছেন, এতে করে এইচটিএস ও অন্যান্য কট্টরপন্থী গোষ্ঠীর হাতে অতিরিক্ত ক্ষমতা চলে যেতে পারে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত