আন্তর্জাতিক ডেস্ক :গাজায় ইসরায়েলের যুদ্ধকে সমর্থন করার কারণে জার্মানির নীতি বিশ্বব্যাপী তীব্র সমালোচনার মুখে পড়েছে। এই অবস্থায় মানবাধিকার রক্ষা ও আন্তর্জাতিক আইনের রক্ষক হিসেবে জার্মানির সুনাম ক্ষুণ্ণ হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের সঙ্গে জোটবদ্ধতার কারণে নৈতিক শক্তি হিসেবে দেশটির বিশ্বাসযোগ্যতা পদ্ধতিগতভাবে দুর্বল হচ্ছে।
জার্মান পররাষ্ট্র নীতি বিশ্লেষক মার্কাস স্নাইডার মনে করেন, বার্লিনের অবস্থান ‘নিজেদের পররাষ্ট্র নীতিকে ক্ষুণ্ণ করছে’। তিনি বলেন, ‘আমরা জার্মান হিসেবে আগ্রাসনমূলক যুদ্ধকে নিষিদ্ধ, যুদ্ধাপরাধের বিচার ও জাতিগত নির্মূলকে বেআইনি ঘোষণা করেছি। কিন্তু গাজায় ইসরায়েলের নিঃশর্ত সমর্থন আমাদের দ্বৈত মান স্পষ্ট করে তুলেছে।’
স্নাইডারের মতে, জার্মানির এই অবস্থান ইউরোপীয় মিত্রদের মধ্যেও তাদের বিচ্ছিন্ন করেছে। তিনি আরও বলেন, ‘গাজায় নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার মৃত্যু হয়েছে। ইসরায়েলের প্রতি এই সমর্থন আন্তর্জাতিক আইনের প্রতি আমাদের প্রতিশ্রুতির সঙ্গে আর সঙ্গতিপূর্ণ নয়।’
বিশ্লেষকরা সতর্ক করছেন, এই পরিস্থিতিতে জার্মানির দ্বৈত মান এবং নৈতিক অবস্থান দেশটির উপর থাকা আন্তর্জাতিক বিশ্বাসকে ক্ষুণ্ণ করছে। স্নাইডার বলেন, ‘আমরা যখন মানবাধিকার নিয়ে কথা বলি, কেউ আমাদের আর বিশ্বাস করে না। নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার কথা বললে আমাদের কথা আর কেউ গুরুত্ব দিয়ে শোনে না।’
এই সমালোচনা জার্মানির পররাষ্ট্রনীতির জন্য এক গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। দেশটির অবস্থান কেবল গাজার সংকট নয়, বরং আন্তর্জাতিক নীতি ও মানবাধিকার রক্ষার ক্ষেত্রে তাদের সুনামকে পুনর্বিবেচনার দাবি তুলেছে।
ডুয়া/নয়ন