ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

ট্রাম্পের আল্টিমেটাম

রোববার পর্যন্ত সময় হামাসের, অন্যথায় 'নরক নেমে আসবে'

২০২৫ অক্টোবর ০৩ ২১:৫৫:৩৩

রোববার পর্যন্ত সময় হামাসের, অন্যথায় 'নরক নেমে আসবে'

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে আগামী রোববারের মধ্যে তার ঘোষিত ২০ দফা যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে আল্টিমেটাম দিয়েছেন। তিনি হুমকি দিয়েছেন, যদি চুক্তি না মানা হয়, তবে হামাসের ওপর "নরক নেমে আসবে"। একইসঙ্গে ট্রাম্প গাজার সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন, যদিও তিনি কোনো নির্দিষ্ট নিরাপদ স্থানের কথা উল্লেখ করেননি।

শুক্রবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট এই হুমকি দেন। গত সোমবার দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্প ২০ দফার প্রস্তাব ঘোষণা করেন। এতে হামাসকে ৭২ ঘণ্টার মধ্যে সব জিম্মিকে মুক্তি দেওয়ার এবং সব অস্ত্র সমর্পণ করার শর্ত দেওয়া হয়েছে।

তবে হামাসের সশস্ত্র শাখার প্রধান ইজ আল-দ্বীন হাদ্দাদ ট্রাম্পের এই প্রস্তাব প্রত্যাখ্যানের ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে, কাতারে অবস্থানরত হামাসের কিছু নেতা শর্তসাপেক্ষে চুক্তিটি মানার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন বলে খবর পাওয়া গেছে।

ট্রাম্প হামাসকে হুমকি দিয়ে বলেন, "হামাস বহু বছর ধরে মধ্যপ্রাচ্যে একটি নৃশংস ও সহিংস হুমকি হয়ে রয়েছে! তাদের চরম পরিণতি হলো ইসরায়েলে ৭ই অক্টোবরের গণহত্যা। সভ্যতার ওপর এই হামলার প্রতিশোধ হিসেবে, ইতোমধ্যে ২৫ হাজারের বেশি হামাস 'সৈন্য' নিহত হয়েছে। বাকিদের বেশিরভাগই সামরিকভাবে অবরুদ্ধ এবং চারপাশ থেকে ফাঁদে আটকা পড়েছে।"

তিনি আরও বলেন, "এখন শুধু আমার 'হ্যাঁ' বলার অপেক্ষা, আর মুহূর্তেই হামাসের বাকি যোদ্ধাদের জীবন নিভে যাবে। নিরপরাধ ফিলিস্তিনিদের আমি অনুরোধ করছি এই মৃত্যু উপত্যকা অবিলম্বে ত্যাগ করে গাজার নিরাপদ অঞ্চলে চলে যান।"

হামাসকে শেষ সুযোগ দেওয়ার হুমকি দিয়ে ট্রাম্প আরও বলেছেন, "সৌভাগ্যবশত হামাস একটি শেষ সুযোগ পেতে যাচ্ছে! মধ্যপ্রাচ্যের শক্তিশালী ও ধনী জাতিগুলো, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, ইসরায়েলের মাধ্যমে মধ্যপ্রাচ্যে ৩০০০ বছরের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় সম্মত হয়েছে। এই চুক্তিতে হামাসের অবশিষ্ট সমস্ত যোদ্ধার জীবনও রক্ষা করা হবে! এটি সকলের জন্য একটি চমৎকার চুক্তি! আমরা যেকোনো মূল্যে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করব। এখনই জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিন। ওয়াশিংটন সময় রোববার সন্ধ্যা ৬টার মধ্যে হামাসকে অবশ্যই যুদ্ধবিরতির চুক্তি সম্পন্ন করতে হবে। যদি এই শেষ সুযোগের চুক্তি না হয়, তাহলে হামাসের বিরুদ্ধে এমন ভয়াবহ নরক নেমে আসবে যা কেউ আগে দেখেনি। যেকোনো মূল্যেই হোক, মধ্যপ্রাচ্যে শান্তি আসবেই।"

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত