ঢাকা, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

শেষ মুহূর্তে সোহান-রিশাদের ঝড়ো জুটিতে বিধ্বস্ত আফগানেরা

২০২৫ অক্টোবর ০৩ ০০:২১:৫৪

শেষ মুহূর্তে সোহান-রিশাদের ঝড়ো জুটিতে বিধ্বস্ত আফগানেরা

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ৮ বল হাতে রেখে দারুণ এক জয় তুলে নিয়েছে টাইগাররা, ফলে সিরিজেও ১-০ ব্যবধানে এগিয়ে গেল।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রানের সংগ্রহ দাঁড় করায়। ওপেনিং জুটিতে ২৫ রান এলেও, নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিবের বোলিংয়ে দ্রুত ৩ উইকেট হারায় আফগানরা। মোহাম্মদ ইসহাকও ৪০ রানের মধ্যে আউট হলে আফগানিস্তান ৪ উইকেট হারায়। রহমানউল্লাহ গুরবাজ (৪০ রান) এবং আজমতউল্লাহ ওমরজাই (১৮ রান) কিছুটা প্রতিরোধ গড়লেও, তানজিম হাসান সাকিব গুরবাজকে ফেরান। শেষদিকে মোহাম্মদ নবীর ২৫ বলে ৩৮ রানের টর্নেডো ইনিংস আফগানিস্তানকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেয়। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব ২টি করে উইকেট শিকার করেন।

১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান তামিম (৫১) এবং পারভেজ হোসেন ইমন (৫৪) দুর্দান্ত শুরু এনে দেন। পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়ে ৫০ রান তোলে বাংলাদেশ এবং তাদের ব্যাটিং তাণ্ডবে দল ১০০ রান পার করে ফেলে। দুজনই ফিফটি তুলে নেন। তবে ইমনের বিদায়ের পর শুরু হয় ব্যাটিং বিপর্যয়। সাইফ হাসান (০), তানজিদ হাসান তামিম (৫১), অধিনায়ক জাকের আলী অনিক (৬) এবং শামীম হোসেন পাটোয়ারী (০) দ্রুত আউট হলে বাংলাদেশ ১০৯/০ থেকে ১১৭/৫ এ পরিণত হয়। তানজিম হাসান সাকিবও (০) দ্রুত বিদায় নিলে ১১৮ রানে ৬ উইকেট হারিয়ে সমর্থকরা শঙ্কায় পড়ে যান।

তবে শেষদিকে নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেন ঠান্ডা মাথার ফিনিশিংয়ে দলকে উদ্ধার করেন। সোহান ১৩ বলে ২৩ রান এবং রিশাদ ৯ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন। তাদের ১৮ বলে ৩৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশ ১৮.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান করে এবং ৪ উইকেটে জয় নিশ্চিত করে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত